January 13, 2025

পুরী যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা

0
Jagannath

পুরীতে রথযাত্রা উৎসব। যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, দ্রৌপদী শনিবার চার দিনের ওড়িশা সফরে যাচ্ছেন। রবিবার তিনি পুরীতে থাকবেন। ওড়িশা পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) তথা পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক সঞ্জয় কুমার শনিবার বলেন, ‘‘রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ সাম্প্রতিক হাথরসকাণ্ডের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে এ বার বাড়তি সতর্কতা বলে পুলিশ সূত্রের খবর। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ঘিরে গত কয়েক বছর ধরেই কড়া নিরাপত্তা থাকে পুরীতে। ভিআইপি, মন্ত্রীদের রথ টানার জন্য নির্দিষ্ট নিরাপত্তা শৃঙ্খলের বাইরে সাধারণ ভক্তদের রথ টানার দড়ি ঘিরে বিপুল জনসমাগম প্রশাসনের চিন্তার বিষয়। আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স চলাচলের ‘গ্রিন করিডর’ রাখা ব্যবস্থা চালু হয়েছে তাই কয়েক বছর আগে। দ্রৌপদী একদা ওড়িশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ও বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রীপদেও থাকাকালীন প্রায়শই তিনি জগন্নাথদেব দর্শনে যেতেন। ২০২২ সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed