January 17, 2025

অভিনেত্রীর এক বছরে ২৩ কেজি ওজন কমল! রোজ জিমে না গিয়েও ডায়েটে ভারসাম্য রেখে মেদ ঝরালেন নেহা

0
Neha Dhupa

দুই সন্তানের জন্ম। ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রী নেহা ধুপিয়ার। সন্তানধারণের পর এক বছরে প্রায় ২৩ কেজি ওজন ঝরিয়ে ফিট নেহা। দ্বিতীয় সন্তানের জন্মের পরেই ওজন ঝরানোর প্রক্রিয়া শুরু করেন নেহা। নেহা বলেন, ‘‘আমি আমার দু’সন্তানকেই স্তন্যপান করাতাম। সেই কারণে আমার শরীর সব সময় দুর্বল লাগত আর সারা ক্ষণ খিদে পেত। গত এক বছর ধরে আমি ঠিক করে ডায়েট মেনে চলা শুরু করি ও শরীরচর্চা করি। মোট ২৩ কেজি ওজন কমেছে আমার। তবে এখনও যতটা ওজন ঝরাতে চাই, তা পারিনি। তবে আশা করছি ভবিষ্যতে পারব। আমি সন্ধ্যা ৭টার সময় রাতের খাবার সেরে ফেলতাম আর প্রাতরাশ করতাম বরের সঙ্গে বেলা ১১টার সময়। এই দীর্ঘ সময় উপোস করে থাকার অভ্যাস আমার ওজন কমাতে অনেকটাই সাহায্য করেছে।’’

ওজন ঝরানোর জন্য কড়া ডায়েট কিংবা প্রচণ্ড শরীরচর্চা করেননি নেহা। ডায়েটে ভারসাম্য রেখে নির্দিষ্ট দিনে কাঙ্ক্ষিত ফল। রোজ জিমে গিয়ে শরীরচর্চা না করলেও, নিয়ম করে রোজ দৌড়তেন। ডায়েটও ছিল খুব সাধারণ। ডায়েট থেকে চিনি, গ্লুটেন আর ভাজাভুজি একেবারেই বন্ধ। পুষ্টিবিদের পরামর্শ মেনে স্বাস্থ্যকর খাবার খেতেন। মা হয়েছেন এমন মহিলাদের উদ্দেশেও নেহা বার্তা দিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘‘ওজন ঝরানোর ক্ষেত্রে নতুন মায়েদের খুব বেশি তাড়াহুড়ো না করাই ভাল। এই প্রক্রিয়ায় কখনওই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। সমাজ আপনাকে নিয়ে কী ভাবল সেটা ভাবার দরকার নেই, বরং নিজেকে ভালবাসতে জানতে হবে। ধৈর্য ধরতে হবে।’’ নিজের প্রতি বেশ সচেতন নেহা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed