October 12, 2024

বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জার হার, ব্যাটিং বিপর্যয়ে ভারতের পরের প্রজন্ম

0

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে হারতে হল ভারতকে। ১১৬ রানও টপকাতে পারলেন না শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়েরা। ৯০ রানে ৯ উইকেট থেকে জিম্বাবোয়ে ১১৫ রান করে। প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার পদ্ধতি এখনও শিখতে হবে আবেশ খান, মুকেশ কুমারদের। অবাক করল ভারতের ব্যাটিং। অথচ এই ক্রিকেটারেরাই আইপিএল কাঁপাচ্ছিলেন। প্রথম ওভারেই অভিষেক শর্মা আউট হলেন। রুতুরাজ স্লিপে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরলেন। রিয়ান পরাগ নিজের অভিষেক ম্যাচেই আগ্রাসী শট খেলতে গিয়ে আউট। রিঙ্কু সিংহকে দেখে মনে হল, হারারে নয়, আমদাবাদ বা ইডেনের পাটা উইকেটে ব্যাট করতে নেমে উইকেট ছুড়ে দিয়ে এলেন।

মিডল অর্ডারেরও ধ্রুব জুরেল বলের লাইন বুঝতে পারলেন না। শুভমন কোনও রকমে রান করছিলেন। সিকন্দর রাজার নিরীহ বলে আড়া ব্যাট চালাতে গেলেন। অভিজ্ঞ শুভমন ভবিষ্যতের অধিনায়ক করলেনটা কী?‌ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তরুণ ক্রিকেটারেরা যে ভাবে ব্যাট করলেন তা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। বিরাট, রোহিতেরা অবসর নেওয়ার পর ভারতের পরের প্রজন্ম কি এখনও অপরিণত? বিশ্বজয়ের ৭ দিনের মাথায় বিপর্যয় তরুণ ভারতের, ১৩ রানে লজ্জার হার বিশ্বকাপে অকুলীন জিম্বাবোয়ের কাছে

অধিনায়ক শুভমন ম্যাচ শেষে স্বীকার করে নিলেন যে, তাঁরা ভাবেননি এই পরিস্থিতিতে পড়তে হবে। তাঁরা ভেবেছিলেন, ধীরে সুস্থে ম্যাচ জিতে যাবেন। যে ভাবে ভারত একের পর এক উইকেট হারাল, যে ভাবে ১১ জন ব্যাটারকেই খেলতে হল, তা চিন্তার কারণ বলেই স্বীকার করে নিয়েছেন অধিনায়ক। জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজাও বলে দিলেন, এই উইকেটে ১১৫ রান করা খুব কঠিন নয়। ভারতের বিশ্বকাপের দলে রিঙ্কু ও খলিল ছিলেন। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া ক্রিকেটারেরা জিম্বাবোয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে যে ব্যাটিং করলেন তা কঠিন প্রশ্ন নির্বাচকদের সামনে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed