October 12, 2024

কলকাতায় চলল গুলি!‌ পুলিশের জালে তিন ভিন্‌রাজ্যের বাসিন্দা

0

বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা। গৃহকর্ত্রী চিৎকার। চলল গুলি। টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনই ভিন্‌রাজ্যের বাসিন্দা। খোদ কলকাতায় এই ঘটনায় আতঙ্ক। লেক অ্যাভিনিউ রোডের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে তিন যুবক হানা দেন। ওই তিন জনের মধ্যে এক জন ওই ব্যক্তির পূর্বপরিচিত। পূ

র্বপরিচিতের সঙ্গে বাকি দু’জনকে দেখে কিছুটা অবাক হন গৃহকর্তা। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর ঢুকে পড়েন ওই তিন জন। অভিযোগ, লুটপাটের চেষ্টা চলে। গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় লুটপাট ছেড়ে, এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তিন জন। ঘটনায় কেউ আহত হননি। তিন জনকেই আটক করে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন, ঘটনার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed