অলিম্পিক্সের আয়োজন করতে ইচ্ছুক মোদী! নীরজদের সঙ্গে সাক্ষাতে প্যারিস অলিম্পিক্সে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজক ভারত। আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। অলিম্পিক্সে প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন মোদী। তিনি বলেন, “২০৩৬ সালের অলিম্পিক্স আমরা আয়োজন করতে চাই। আশা করছি পারব। দেশে ক্রীড়া পরিবেশ তৈরি করতে তা সাহায্য করবে। কাজ চলছে। পরিকাঠামো তৈরি করা হচ্ছে।”
১২ বছর অলিম্পিক্স আয়োজনের জন্য এ বারের অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিযোগিতার মাঝে কোনও কিছু করতে বলছি না। অবসর সময়ে পর্যবেক্ষণ করো কী ভাবে গেমস আয়োজন করা হচ্ছে। কী কী ব্যবস্থা করা হয়েছে। সেই পর্যবেক্ষণ আমাদের সাহায্য করবে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিক্সের প্রতিযোগিতারা। ভিডিয়ো কলের মাধ্যমে উপস্থিত ছিলেন নীরজ চোপড়া। নিখাত জারিন, পিভি সিন্ধুর মতো খেলোয়াড়েরাও ছিলেন। মোদী তাঁদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।
২৬ জুলাই থেকে শুরু এ বারের অলিম্পিক্স। চলবে ১১ অগস্ট পর্যন্ত। ভারত সেই প্রতিযোগিতা থেকে একাধিক পদক জয়ের ব্যাপারে আশাবাদী। টোকিয়োয় সাতটি পদক জিতেছিল ভারত। সেখানে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এখনও পর্যন্ত সেটাই ভারতের সেরা ফল। এ বারের অলিম্পিক্সে ১০০-র বেশি ভারতীয় প্রতিযোগী অংশ নেবেন।
ভারতের অলিম্পিক্স আয়োজনের আগ্রহ দেখে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাকও এই বিষয়ে আগ্রহী। কাতার, সৌদি আরবের মতো দেশও অলিম্পিক্স আয়োজনে আগ্রহী। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজক দেশ নিয়ে ধন্দে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।