কলকাতা লিগে হার মহামেডানের, কালীঘাট এমএসের কাছে পরাজিত সাদা-কালো ব্রিগেড

মহামেডান স্পোর্টিং: ২ (দোরজি তামাং)
কালীঘাট এমএস: ১ (ইসরাফিল)
টানা তিনবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন। আই লিগ জিতে ছাড়পত্র আইএসএল খেলার। চলতি বছরের সিএফএলের শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিংয়ের। প্রথম ম্যাচে উয়াড়িকে ৬ গোল দিয়ে লিগ শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। তার পরের ম্যাচেই খিদিরপুরের সঙ্গে ড্র। আজ কালীঘাট মিলন সংঘের কাছে ২-১ গোলে হেরে গেলেন তন্ময় ঘোষরা। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কালীঘাট এমএসের দোরজি তামাং। ৩৭ মিনিটে তামাংয়ের দূরপাল্লার শট প্রথম পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। ফের গোল খেয়ে গেল মহামেডান। দ্রুত গতিতে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে গেলেন তামাং। ডিফেন্ডারকে গায়ে নিয়েই ডানপায়ের ছোট্ট টোকায় গোল করে গেলেন। দ্বিতীয়ার্ধে মহামেডান ধারাবাহিক আক্রমণে গোলের মুখ খুলতে লেগে গেল ৮৩ মিনিট। কর্নার থেকে ভেসে আসা বল কালীঘাট এমএসের রক্ষণের ফাঁক গলে জালে জড়িয়ে দেন ইসরাফিল। শেষরক্ষা হল না। কালীঘাট শট নিয়েছে ১৬টা। গোলমুখে শট মাত্র ৩ সাদা-কালো বিগ্রেডের। পর পর দুম্যাচ পয়েন্ট খুইয়ে বিপাকে সাদা কালো।