রোহিতদের জন্য বৃষ্টি মাথায় নিয়ে ওয়াংখেড়ে, প্রধানমন্ত্রীর কোলে বুমরাহ পুত্র, টুর্নামেন্ট সেরার পরিবার
বার্বাডোজ থেকে এদিন সকালেই দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে বিশেষ চ্যাম্পিয়ন জার্সিও উপহার দেওয়া হয়েছে ভারতীয় দলের তরফে। মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বুমরাহ, সঞ্জনা গণেশন ও তাঁদের পুত্র অঙ্গদ। বুমরাহ-পুত্রকে কোলে নেন প্রধানমন্ত্রী। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন বুমরাহ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বুমরাহ। যখনই দরকার হয়েছে, সেই সময়েই বুমরাহ উইকেট নিয়েছেন। ফাইনালেও তাই দেখা গিয়েছে। বিশ্বজয়ের পরে হারিকেন ‘বেরিল’-এর প্রভাবে দেশে ফিরতে বিলম্ব হচ্ছিল ভারতীয় দলের। বৃহস্পতি সকালে দেশে পা রাখেন বিশ্বজয়ী ক্রিকেটাররা।
বিশ্বজয়ীদের জন্য সাজানো হুডখোলা বাস। রোহিতদের বিশ্বজয়ের উৎসব। মুম্বইয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মূল উৎসব মুম্বইয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ঠিক পাঁচটা। নিরাপত্তার চাদরে মুম্বই। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মূল উৎসবের আয়োজন মুম্বইয়ে। হুডখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে বিজয় যাত্রায় রোহিত-বিরাটেরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিনামূল্যে উৎসব দেখার সুযোগ ক্রিকেটপ্রেমীদের।
গ্যালারির আসন ভর্তি ক্রিকেটপ্রেমীদের ভিড়ে। বিশ্বজয়ীদের বিজয়যাত্রার হুডখোলা বাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নানা মুহূর্ত এবং ক্রিকেটারদের বিভিন্ন মেজাজের ছবি দিয়ে সাজানো। নীল রঙের বাসটিতে চেপে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত দু’কিলোমিটার রাস্তায় বিজয় যাত্রা। ভারতীয় দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা মুম্বইয়ে। দলের হোটেল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের রাস্তায় এবং স্টেডিয়ামে পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী। উর্দিধারী পুলিশ কর্মীরা ছাড়াও ভিড়ের মধ্যে মিশে সাদা পোশাকের পুলিশকর্মীরা। বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম। ক্রিকেটারদের কাছে সাধারণ মানুষেরা যাতে না পৌঁছতে পারেন, তা নিশ্চিত। ক্রিকেটারদের বাসের আগে এবং পিছনে পুলিশের গাড়ি।