রবীন্দ্র সরোবরে ক্রিকেট অনুশীলন নয়! রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দখলদারীর অভিযোগ?
রবীন্দ্র সরোবর লেকের ভেতর করা যাবে না ক্রিকেট অনুশীলন। এমনটাই নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। চলতি বছর বেঙ্গল টাইগার্স সেলিব্রিটি ক্রিকেট লিগ জিতে আসার পর রবীন্দ্র সরোবরের ভেতর ৯৮ কাঠা জমি দলের অনুশীলনের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। এরপরেই সবুজ মঞ্চ নামে এক সংগঠনের তরফে এই ঘটনায় মামলা করা হয় হাইকোর্টে। বলা হয়, ক্রিকেট অনুশীলনের জন্য মাঠ তৈরি করতে গিয়ে কাটা পড়ছে বহু গাছ। ক্ষতি হচ্ছে পরিবেশের। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ জুলাই। পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ জানান, ‘মোট ১৯২ একর জায়গা জুড়ে রবীন্দ্র সরোবর। এর মধ্যে ৭৩ একর জলাশয়, বাকি ১১৯ একর স্থলভাগ। যা মূলত সবুজায়নের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। এমনিতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচে অবস্থিত ঘরগুলোর দখলদারি নিয়ে চলছে ব্যাপক চাপানউতর। অভিযোগ এক একজন প্রভাবশালী তিন-চারেক করে ঘর দখল করে ক্লাব ও অফিস হিসাবে ব্যবহার করছেন। যা সম্পূর্ণ বেআইনি। এছাড়াও ক্রীড়াবিদদের অভিযোগ, এই স্টেডিয়ামে অ্যাথলিটরা অনুশীলণ করার সুযোগ পান না। অথচ এই স্টেডিয়াম থেকে উঠে এসেছে প্রচুর অ্যাথলিট। তিনটি ক্লাব মাঠটি দখল করে রেখেছে বলেও অভিযোগ।
এই স্থলভাগের মধ্যে বিভিন্ন ক্লাব, সংগঠনকে কিছুটা করে জায়গা দিয়ে দিচ্ছে কেএমডিএ। সেই জায়গায় সবুজায়ন না হয়ে তা ব্যবহৃত হচ্ছে অন্য কাজে। ফলে, দিন দিন কমে যাচ্ছে সবুজের পরিমাণ।’ লেক লাভার্স ফোরাম নামে এক সংগঠনের তরফে জাতীয় পরিবেশ আদালতে আর একটি মামলা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রবীন্দ্র সরোবরের ভেতর কোনও ক্লাব বা সংগঠনকে জায়গা দেওয়ার এক্তিয়ারই নেই কেএমডিএ-র। অভিযোগ, বিভিন্ন উদ্দেশ্যে এই জায়গা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবেই। কলকাতা পূরসভার মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমার জানান, ‘আদালত যা সিদ্ধান্ত জানিয়েছে সেটাকে আমাদের মান্যতা দিতে হবে। তবে পুরো সিদ্ধান্ত না জেনে কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না।’