সময় নষ্ট করতেও নারাজ লাল-হলুদের হেডস্যর কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল অনুশীলনে হাজির ১৭ জন, ইস্টবেঙ্গলে সই গোলরক্ষক দেবজিতের, ডুরান্ড কাপের ডার্বি ১৮ আগস্ট
ফিটনেস ড্রিল। ফুটবলারদের দুই দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস। সবশেষে ফ্রি-কিক মারার পর্ব। নিউটাউনে ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে ইস্টবেঙ্গলের অনুশীলন। নতুন মরশুমের অনুশীলন শুরু করল লাল-হলুদের সিনিয়র টিম। প্রথম দিন থেকেই কোচ কার্লেস কুয়াদ্রাত সামান্যতম সময় নষ্ট করতেও নারাজ। লাল-হলুদের স্প্যানিশ হেডস্যর বলেন “গত মরশুমে ট্রফি খরা কাটিয়েছি। সমর্থকরা আবার উৎসব করতে পেরেছিল। এএফসি-র প্রতিযোগিতায় খেলার সুযোগও পেয়েছি আমরা। গতবছর আমরা একটা যাত্রা শুরু করেছি। এবছর তারই দ্বিতীয় পর্ব হবে,” প্রথমদিনের অনুশীলনে ১৭ জন হাজির ছিলেন কুয়াদ্রাতের ক্লাসে। সিনিয়র দল থেকে দুই বিদেশি ক্লেটন সিলভা ও সল ক্রেসপোর সঙ্গে ছিলেন গতবারের সৌভিক চক্রবর্তী, নিশু কুমার, মহম্মদ রাকিপ, প্রভসুখন গিল, গুরসিমরন সিং, পিভি বিষ্ণু এবং এবছর দলে আসা মার্ক জোথানপুইয়া, প্রভাত লাকড়া ও দেবজিৎ মজুমদার। জাতীয় দলে থাকা তারকারা যোগ দেবেন ৮ জুলাই নাগাদ। তবে হিজাজি মাহের, মাদিহ তালাল এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস কবে যোগ দেবেন স্পষ্ট নয়। প্রথম দিনের অনুশীলন শুরুর আগে ক্লাব ও ইমামির কর্তারা কথা বলেন কোচ-ফুটবলারদের সঙ্গে।
ইস্টবেঙ্গলে সই করলেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। আগামী মরশুমে দস্তানা হাতে লাল-হলুদ শিবিরের গোলপোস্টের নিচে দাঁড়াবেন তিনি। দুবছরের চুক্তিতে দেবজিতকে সই করাল শতাব্দীপ্রাচীন ক্লাব। গত মরশুমে প্রভসুখন গিল ইস্টবেঙ্গলের গোলপোস্ট আগলেছেন। দ্বিতীয় বিকল্প কমলজিৎ। অভিজ্ঞ দেবজিতকে সই করাল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলে দেবজিৎ ফেরায় লাল-হলুদের শক্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য। দেবজিতের অভিজ্ঞতাও কাজে লাগবে লাল-হলুদ শিবিরের। অতীতেও ইস্টবেঙ্গলে খেলেছেন দেবজিৎ। ট্রেভর জেমস মর্গ্যান জমানায় লাল-হলুদে ছিলেন। সেই মরশুমে বিশেষ সুযোগ পাননি বঙ্গতনয়। পরে ইস্টবেঙ্গল থেকে ভবানীপুর হয়ে দেবজিতের গন্তব্য ছিল মোহনবাগান। সঞ্জয় সেনের কোচিংয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। দেবজিৎ হয়ে উঠেছিলেন সেভজিৎ। পরে আইএসএল চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন বঙ্গতনয়। পরে তিনি ফিরে আসেন ইস্টবেঙ্গলে। তখন রবি ফাওলারের কোচিংয়ে আইএসএল খেলছে লাল-হলুদ। পরের মরশুমে দেবজিতকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। তিনি চলে যান চেন্নাইয়িন। সেখান থেকেই ফের ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন বহু যুদ্ধের সৈনিক দেবজিৎ মজুমদার।