February 17, 2025

৭ জুলাই তাঁর জন্মদিন, বাড়িতে বিশেষ সেলিব্রেশনে ধোনি

0
Dhoni

২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দীর্ঘ ১৭ বছর পর এই ফরম্যাটে দ্বিতীয় ট্রফি জয় রোহিত শর্মার নেতৃত্বে। আজকের দিনটাও স্পেশাল। সকল ভারতবাসীর কাছে। জন্মদিনের আগেই উপহার পেয়ে গিয়েছেন মাহি। ৭ জুলাই তাঁর জন্মদিন মহেন্দ্র সিং ধোনির। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। জন্মদিনের আগেই উপহার পেয়ে গিয়েছেন মাহি। সে কথা জানিয়েওছেন। দেশে ফিরেছে বিশ্বজয়ী চ্যাম্পিয়ন টিম। টি-টোয়েন্টিতে দেশের বিশ্বজয়ী অধিনায়ক ধোনির কাছে আরও একটা কারণে আজকের দিনটা স্পেশাল। মহেন্দ্র সিং ধোনির বিবাহ বার্ষিকী।
https://twitter.com/CSKFansOfficial/status/1808679541973659763?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1808679541973659763%7Ctwgr%5E548496b8ddba60c13a43bc446ad3258d8858dddb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fsports%2Fcricket-news%2Findias-first-t20-world-cup-winning-captain-celebrating-marriage-anniversary-watch-video-1089179.html

প্রথম বার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, মহেন্দ্র সিং ধোনির টিমের তরুণ সদস্য ছিলেন রোহিত শর্মা। এ বার তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন। সারা দেশেই চ্যাম্পিয়নদের জন্য উৎসবের মেজাজে। দেশের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের কাছেও বড় উৎসব। একদিকে তাঁর সতীর্থ, উত্তরসূরিদের চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা, অন্য দিকে বিবাহ বার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় ধোনির ভিডিয়ো ভাইরাল। বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করছেন মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed