লন্ডনে জন্মদিন কাটাবেন সৌরভ, সোমবার ৫২-এ পা, শহরে থাকছেন না মহারাজ
সোমবার জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কলকাতায় বেহালার বাড়িতে থাকছেন না এ বছর। জন্মদিন লন্ডনেই কাটাবেন সৌরভ। ৮ জুলাই ৫২ বছরে পা দেবেন সৌরভ। বুধ সকালেই লন্ডন রওনা হওয়ার কথা সৌরভের। ২২ আগস্টের আগে তিনি শহরে ফিরছেন না। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানা লন্ডনেই রয়েছেন। ফলে পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাবেন মহারাজ। ২০২২ সালে ৫০তম জন্মদিন লন্ডনে কাটিয়েছিলেন সৌরভ। মাঝরাতে লন্ডনের রাস্তায় নেমে সানার সঙ্গে জন্মদিন পালন করেন।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সৌরভ আমেরিকায় ছিলেন। বিশ্বকাপের মাঝপথেই শহরে ফিরে আসেন। ব্যস্ত হয়ে যান বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ নিয়ে। সৌরভ ও ঝুলন এই বছর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রচার-মুখ। ফাইনাল ম্যাচে ইডেনে ছিলেন সৌরভ। প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ায় আপাতত অবসর সময় কাটাতেই লন্ডনে স্ত্রী, কন্যার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডোনার জন্মদিন ২২ অগস্ট। ফলে সেই দিনটিও তাঁরা লন্ডনেই একসঙ্গে কাটাতে পারেন। পড়াশোনার জন্য সানা অনেক বছর ধরেই লন্ডনে। সেখানকার ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতক হয়ে আপাতত লন্ডনেই কর্মরত।