February 17, 2025

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস?‌ হতে পারে জেল! সংহিতায় ভীতি

0
Law

আইনের অপব্যবহার?‌ আইনজীবীদের আশঙ্কা। ভারতীয় ন্যায় সংহিতা। দেশজুড়ে কার্যকর। সম্পর্ক, সম্মতি ও বিয়ে সংক্রান্ত আইন নিয়ে নানা প্রশ্ন। ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পরে নতুন করে আলোচনায়। ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় উল্লিখিত। নয়া আইনে ভুয়ো পরিচয়ে বিয়ে অথবা চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌনতা কিংবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। সাজা হতে পারে সর্বোচ্চ দশ বছর। হতে পারে জরিমানাও।

অবশ্য এই সব ক্ষেত্রে যৌন সঙ্গমকে ধর্ষণের সঙ্গে তুলনা করা যাবে না। এর আগে এই ধরনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৯০ ধারা লাগু হত। বহুক্ষেত্রেই ধর্ষণের অভিযোগ আনা যেত। নয়া আইনে মহিলারা অভিযোগে জানাতে পারবেন ভুয়ো প্রতিশ্রুতির কারণে তাঁরা যৌন সঙ্গমে সম্মত হয়েছিলেন। এর ফলে ব্রেকআপই বেআইনি হয়ে দাঁড়াচ্ছে, মনে করছে ওয়াকিবহাল মহল। অর্থাৎ প্রেম বিয়েতে না গড়ালে পুরুষ সঙ্গী বা প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ আনলে তিনি বিপাকে পড়তে পারেন।আইনজীবীদের একাংশ ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারা নিয়ে চিন্তিত। তাঁদের মতে, যেহেতু এখানে অনেকগুলি ‘ধূসর অঞ্চল’ রয়েছে তাই মামলা লড়তে তাঁদের বেগ পেতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed