October 12, 2024

ভবানীপুরের সঙ্গে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড, কলকাতা লিগের শুরুতেই আটকে গেল মোহনবাগান

0

মোহনবাগান – ১ (শিবাজিত)
ভবানীপুর – ১ (জিতেন)

কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল সবুজ মেরুন ব্রিগেড। মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ভবানীপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করল বাগান। কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে উয়াড়িকে হাফ ডজন গোল দেয় মহমেডান।

প্রথম ম্যাচেই টালিগঞ্জ অগ্রগামীকে সাত গোলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। শুরুতে ম্লান সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়াল বাগান।

ঘরোয়া লিগে শুরুটা বাকি দুই প্রধানের মতো করতে পারল না মোহনবাগান।ম্যাচের দশ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন শিবাজিত সিং।বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বাগান। সাত মিনিটের মধ্যেই সমতা ফেরায় ভবানীপুর। গোল করেন জিতেন মুর্মু। বিরতিতে স্কোরলাইন ১-১। ভাগ্য সঙ্গ দিলে এদিন জিতেন হ্যাটট্রিক করতে পারতেন।

এর থেকেই ম্যাচের গতিপ্রকৃতি স্পষ্ট। মরশুমের প্রথম ম্যাচে অগোছালো দেখায় মোহনবাগানকে। প্রস্তুতির বিশেষ সময় পাননি নতুন কোচ। তুলনায় অনেক সংগঠিত ফুটবল খেলে ভবানীপুর। বিরতির পর গোলের সুযোগ তৈরি হয়। কাজে লাগাতে পারেনি কোনও দল। শেষ পাঁচ মিনিট ছাড়া বাগানের আক্রমণ ম্যাড়ম্যাড়ে ছিল। বর্ষাস্নাত ম্যাচে মোহনবাগানকে টেক্কা দিল ভবানীপুর।

গোল হজম করার পর থেকেই আরও মরিয়া হয়ে ওঠেন জিতেনরা। সইফুল, উমের, জোজোর ত্রিভূজ আক্রমণে নাজেহাল বাগান রক্ষণ। ম্যাচের ১৭ মিনিটে উমরের সেন্টার থেকে দ্বিতীয় প্রচেষ্টায় গোল জিতেনের।

প্রথমার্ধের শেষে গুরুতর আহত হন সইফুল রহমান। ভবানীপুরের প্লেয়ারকে মাঠেই সিপিআর দেওয়া হয়। মাঠ থেকেই সরাসরি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ডেগি কার্ডোজোর দল নজর কাড়তে ব্যর্থ। গোটা ম্যাচেই সপ্রতিভ ফুটবল খেলে ভবানীপুর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed