মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া দিল না ফুটবল সংস্থা, আইলিগ থেকে অবনমন মণিপুরের দুই ক্লাবের
সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে আবেদন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের। রাজ্যের দুই ক্লাবের যাতে অবনমন না হয় তার জন্য আবেদন। মানেনি ফুটবল সংস্থা। নিয়ম মেনে নেরোকা ও ট্রাউয়ের অবনমন নিশ্চিত। সর্বভারতীয় ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “গত আইলিগে সকলের শেষে ছিল নেরোকা ও ট্রাউ। তাই নিয়ম অনুযায়ী অবনমন হয়েছে তাদের।” অর্থাৎ, সামনের মরসুমে আইলিগের দ্বিতীয় ডিভিশন খেলতে হবে তাদের।
নেরোকা ও ট্রাউ, এই দুই ক্লাবই মণিপুরের। গত মরসুমে আইজল এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে রাজি হয়নি তারা। অন্য কোনও নিরপেক্ষ মাঠে সেই খেলার আবেদন করেছিল তারা। কিন্তু নেরোকা ও ট্রাউয়ের আবেদন মানেনি ফুটবল সংস্থা। ম্যাচ বয়কট করায় পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের। ফলে নেরোকা ১৪ ও ট্রাউ ১৩ পয়েন্টে শেষ করে। লিগের শেষ দুই দল ছিল। পয়েন্ট টেবিলের শেষ থাকা দুই দলের অবনমন এড়াতে মণিপুরের মুখ্যমন্ত্রীর আবেদন। পাত্তা দেয়নি ফুটবল সংস্থা এআইএফএফ।