October 4, 2024

মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া দিল না ফুটবল সংস্থা, আইলিগ থেকে অবনমন মণিপুরের দুই ক্লাবের

0

সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে আবেদন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের। রাজ্যের দুই ক্লাবের যাতে অবনমন না হয় তার জন্য আবেদন। মানেনি ফুটবল সংস্থা। নিয়ম মেনে নেরোকা ও ট্রাউয়ের অবনমন নিশ্চিত। সর্বভারতীয় ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “গত আইলিগে সকলের শেষে ছিল নেরোকা ও ট্রাউ। তাই নিয়ম অনুযায়ী অবনমন হয়েছে তাদের।” অর্থাৎ, সামনের মরসুমে আইলিগের দ্বিতীয় ডিভিশন খেলতে হবে তাদের।

নেরোকা ও ট্রাউ, এই দুই ক্লাবই মণিপুরের। গত মরসুমে আইজল এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে রাজি হয়নি তারা। অন্য কোনও নিরপেক্ষ মাঠে সেই খেলার আবেদন করেছিল তারা। কিন্তু নেরোকা ও ট্রাউয়ের আবেদন মানেনি ফুটবল সংস্থা। ম্যাচ বয়কট করায় পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের। ফলে নেরোকা ১৪ ও ট্রাউ ১৩ পয়েন্টে শেষ করে। লিগের শেষ দুই দল ছিল। পয়েন্ট টেবিলের শেষ থাকা দুই দলের অবনমন এড়াতে মণিপুরের মুখ্যমন্ত্রীর আবেদন। পাত্তা দেয়নি ফুটবল সংস্থা এআইএফএফ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed