জলকেলিতে মগ্ন কাঞ্চন শ্রীময়ী! মধুচন্দ্রিমায় কালো বিকিনিতে নীল জলে উষ্ণতা ছড়ালেন
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে থেকে মধুচন্দ্রিমা। মলদ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। শ্রীময়ী চট্টরাজ ভিডিয়োয় গোলাপের পাপড়ি ছড়ানো বিছানা থেকে নীল জলরাশির ঝলক। কাঞ্চন মল্লিকের অভিনেত্রী স্ত্রীর মধুচন্দ্রিমায় ঊর্ধাঙ্গ অনাবৃত বিধায়ক-অভিনেতার।
স্ত্রীকে নিয়ে জলকেলিতে মগ্ন কাঞ্চন। কালো বিকিনিতে উত্তাপ ছড়িয়েছেন শ্রীময়ীও। জন্মদিনে শ্রীময়ীর রাত ১২টা বাজতেই মা-বাবা ও কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। দুপুরের মেনুতে ছিল এলাহি আয়োজন। জন্মদিনের কেক, উপহার, খাওয়া দাওয়ার পর্বে। মলদ্বীপে এসেও আরও একবার কেক কাটেন।
‘তোর জন্যই বাঁচতে শিখেছি’, শ্রীময়ীর জন্মদিনে আবেগঘন পোস্ট! পাঁচ মাস হয়েছে বিয়ে হয়েছে অভিনেতা দম্পতির। বিয়ের পর থেকেই ব্যস্ত কাঞ্চন লোকসভা নির্বাচনে। উত্তরপাড়ার বিধায়ক। পেশাগত দায়বদ্ধতার কারণে বিয়ের পরেই মধুচন্দ্রিমায় যেতে পারেননি। বিধায়ক-অভিনেতার স্ত্রী শ্রীময়ী কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে তাজপুর যান। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি সময় দেন স্ত্রীকে।