ত্রিমুকুট জিতল ভবানীপুর, সিএবি লিগ,প্রথম ডিভিশন ওয়ানডে খেতাব ও জেসি মুখার্জি চ্যাম্পিয়ন
ত্রিমুকুট জিতল ভবানীপুর। ঘরোয়া ক্রিকেটে একই ক্রিকেট মরশুমে সিএবি লিগ, প্রথম ডিভিশন ওয়ানডে খেতাবের পরে সোমবার জেসি মুখার্জি ট্রফিতেও চ্যাম্পিয়ন হল তারা। নজিরই গড়ল ভবানীপুর জেসি মুখার্জি ট্রফির সেমিফাইনালে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে ফাইনালের ওঠে ভবানীপুর।
মোহনবাগানের সঙ্গে ফাইনাল বৃষ্টির জন্য আট ওভারের পর খেলা আর চালানো সম্ভব হয়নি। যুগ্মজয়ী ঘোষণা করা হয় ভবানীপুর ও মোহনবাগানকে। ত্রিমুকুট জিতে উল্লসিত ভবানীপুরের ক্রিকেটাররা।
চলতি ক্রিকেট মরশুমে ভবানীপুরের দাপট অব্যাহত। জেসি মুখার্জি ট্রফির শেষ চারের লড়াইয়ে মহামেডানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভবানীপুর। সিএবি দু’দিনের লিগে এই রেড রোডের ধারের ক্লাবকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভবানীপুর। সেই ফাইনাল ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে ভবানীপুরই চ্যাম্পিয়ন।
ইডেনে প্রথম ডিভিশন ওয়ানডের রুদ্ধশ্বাস ফাইনালে বড়িশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভবানীপুর। জেসি মুখার্জি ট্রফিও মোহনবাগানের সঙ্গে যুগ্মভাবে জিতে ত্রিমুকুট জয়।