January 17, 2025

সিমেন্ট সংস্থার বিজ্ঞাপনে বেলুড় মঠ! রামকৃষ্ণ মিশনের অনুমতি ছাড়াই ‘নাম’ দিয়ে বিপণন

0
Belur Math

প্রকান্ড এক হোর্ডিং। হাওড়া থেকে কলকাতায় প্রবেশ পথেই। লেখা ‘হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে কনক্রিটো নামটাই যথেষ্ট’। বিজ্ঞাপনী ভাষায় এটা স্পষ্ট যে, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান দফতর সম্পর্কে ভক্তদের যে ভরসা ও বিশ্বাস, তাকেই সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার ‘ইউএসপি’ (ইউনিক সেলিং পয়েন্ট) হিসাবে ব্যবহার করা হয়েছে। মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজের কথায়, ‘‘এমন কোনও অনুমতি কোনও সংস্থাকেই দেওয়া হয়নি। কারও সঙ্গে কোনও কথাও হয়নি। এটা ভক্তদের বিশ্বাসকে আঘাত করতেই পারে। আমরা ওই ছবি পেলেই পুলিশের কাছে অভিযোগ জানাব।’’

সংশ্লিষ্ট সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার এক কর্তার গাজোয়ারী মনোভাব। অভিযোগ উঠলে হোর্ডিংটি সরিয়ে নেবেন। হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড ফ্লাইওভারে ওঠার পরেই বাঁ হাতে চোখে পড়ে বিজ্ঞাপনী হোর্ডিংটি। যেখান থেকে মহাত্মা গান্ধী রোড শুরু হচ্ছে, তারই উপরে রয়েছে সেটি। সংস্থার দু’টি হোর্ডিংয়ের নীচেরটিতে ব্যবহার করা হয়েছে বেলুড় মঠের নাম। স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘আমরা কোনও রকম বিজ্ঞাপন করি না। অথচ আমাদের নাম ব্যবহার করেই বিজ্ঞাপন করা হয়েছে শুনে অবাক লাগছে! কাউকে কখনওই এই ধরনের অনুমতি দেওয়া হয় না। এ ক্ষেত্রেও অনুমতি দেওয়ার কোনও প্রশ্ন নেই।’’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed