হড়পা বানে তলিয়ে গেলেন পাঁচজন! তিনজনের মৃতদেহ উদ্ধার, ২ নাবালক নিখোঁজ
পিকনিকে গিয়ে মর্মান্তিক পরিণতি এক পরিবারের একাধিক সদস্যের। ভারি বৃষ্টির মাঝে জলপ্রপাতে তলিয়ে গেলেন এক পরিবারের ৫ সদস্য। তিনজনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। ২ নাবালক এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, শনিবার পুনের লোনাভালার ভুশি বাঁধের কাছে একটি জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন এক পরিবারের ১৭ জন সদস্য। যাদের মধ্যে কয়েকজন জলপ্রপাতে নেমে স্নান করছিলেন। আচমকা ভারি বৃষ্টির জেরে খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত।হড়পা বানে ১০ জন ভেসে যান। পর্যটকরা ৫ জনকে উদ্ধার করতে পারলেও বাকিরা তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে ৩ জনকে উদ্ধার করা গেলেও, দুইজনের কোনও খোঁজ মেলেনি। পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখ জানান,ফের নিখোঁজ দুই নাবালকের খোঁজ করা হবে। মৃতেরা সকলেই পুনের সায়েদ নগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পর্যটকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টি আর বজ্রপাতের জন্য তল্লাশি কষ্টসাধ্য হচ্ছে।
মুম্বইয়ের কাছে লোনাভালা জলপ্রপাতে ঘুরতে গিয়ে স্রোতে ভেসে গেলেন একই পরিবারের সাত জন। রয়েছেন মহিলা ও একাধিক শিশুও। তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। দু’জন এখনও নিখোঁজ। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে লোনাভালা জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সপ্তাহান্তে ঘুরতে গিয়েছিলেন ওই পরিবারের লোকজন। এক জন মহিলা এবং এক জন পুরুষ ছিলেন। বাকি সকলেই ছিল শিশু কিংবা কিশোর।
ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট জলপ্রপাতের তীব্র স্রোতের মাঝে কুঁকড়ে দাঁড়িয়ে আছেন সাত জন। একে অপরকে জড়িয়ে ধরে প্রাণের ভয়ে চিৎকার করছেন। চারপাশ দিয়ে প্রচণ্ড গতিতে বইছে জল। জলপ্রপাতের মাঝে একটি ছোট পাথরের খণ্ডে কোনও রকমে সাত জন দাঁড়িয়ে ছিলেন। আশপাশের অন্য পর্যটকেরা চেষ্টা করেও তাঁদের সাহায্য করতে পারেননি প্রাণ সংশয়ের ভয়ে। জলের তোড়ে ভেসে যান সাত জনই। আর তাঁরা পাথরের উপর দাঁড়িয়ে থাকতে পারেননি। পরে জানা যায়, দু’জন সাঁতরে ডাঙায় উঠতে পারলেও তিন জনের দেহ উদ্ধার করা হয়। খোঁজ মেলেনি দু’জনের। লোনাভালা জলপ্রপাতের ঘটনায় লোনাভালায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।