February 17, 2025

বন্ধ বার্বাডোজ বিমানবন্দর! বিশ্বজয়ের ৩৬ ঘণ্টা অতিক্রান্ত, আরও ২৪ ঘণ্টা রোহিতরা বন্দি

0
Rohit

বার্বাডোজে ১৩০ কিলোমিটার গতির অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বেরিল’-এর ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্রিকেটারদের হোটেলের বাইরে বেরোনো নিষেধ। বিশ্বকাপ জয়। কেটে গিয়েছে ৩৬ ঘণ্টার বেশি। বার্বাডোজ়েই আটকে ভারতীয় দল। আরও ২৪ ঘণ্টা সেখানেই থাকতে হতে পারে বিশ্বজয়ীদের। হারিকেন ‘বেরিল’-এর জন্য বন্ধ বার্বাডোজ বিমানবন্দর। সোমবার বিকালের আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম। স্থানীয় প্রশাসন সূত্রে খবর। প্রাকৃতিক দুর্যোগ ওয়েস্ট ইন্ডিজের দ্বীপরাষ্ট্রগুলিতে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এক রকম বন্দি হোটেলে। বাইরে যাওয়ার উপায় নেই। অনুমতিও নেই। বার্বাডোজে ১৩০ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বেরিল’এর। শক্তি বাড়িয়ে ‘ক্যাটেগরি ৪’-এ পরিণত হয়েছে বেরিল। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে বার্বাডোজে।

নিরাপত্তার জন্য বিমান চলাচল বন্ধ। বার্বাডোজ-সহ ওয়েস্ট ইন্ডিজ়ের একাধিক দ্বীপরাষ্ট্রে। সকলকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোহিত, বিরাটেরাও হোটেলের বাইরে পা রাখছেন না। ভারতীয় দলকে দেশে ফেরাতে তাড়াহুড়ো করছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও অর্থাৎ বিসিসিআই। পরিস্থিতির উন্নতি হলে চার্টার্ড বিমানে বিশ্বজয়ী ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হতে পারে। বলছে বিসিসিআই সূত্র। আরও ২৪ ঘণ্টা বিশ্বচ্যাম্পিয়নদের থাকতে হতে পারে। বার্বাডোজ থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্ক। সেখান থেকে দুবাই হয়ে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা রোহিতদের। পরিস্থিতির কারণে সূচিতে বদল। রোহিতেরা রওনা দেওয়া আপাতত ঘোর অনিশ্চয়তায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed