January 13, 2025

কলকাতা লিগে ড্র করল মহামেডান স্পোর্টিং, খিদিরপুরের কাছে আটকে গেল সাদা-কালো ব্রিগেড

0
Md Sporting

মহামেডান স্পোর্টিং-০ খিদিরপুর-০

কলকাতা লিগে আটকে গেল সাদা-কালো শিবির। মহামেডান স্পোর্টিং প্রতিপক্ষ খিদিরপুরের সঙ্গে গোলশূন্যভাবে শেষ করল। পয়েন্ট নষ্ট করল গতবারের কলকাতা লিগ জয়ীরা। মহামেডানের গোল লক্ষ্য করে নটি শট নেয় খিদিরপর। লক্ষ্যে ঠিকঠাক রাখতে পারলে ম্যাচর ফলাফল অন্যরকম হলেও হতে পারত। উয়াড়িকে হাফ ডজন গোল দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মহামেডান স্পোর্টিং।

ঘরের মাঠে খেলা ছিল মহামেডান স্পোর্টিংয়ের। সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে যেরকম দাপটের সঙ্গে খেলতে দেখা গিয়েছে মহামেডান স্পোর্টিংকে, এদিন তার ধারেকাছে দেখা যায়নি সাদা-কালো ব্রিগেডকে। খিদিরপুরের গোলমুখ ওপেন করতে পারেনি সাদা-কালো শিবির। খিদিরপুরের দাপট ছিল। ২১ দিনের প্রস্তুতি সেরে খিদিরপুর খেলতে নেমেছিল। কলকাতা লিগ সদ্য শুরু। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। মহামেডান আরও ভালো খেলবে বলেই আশাবাদী সাদা কালো সমর্থকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed