রাস্তায় ফেলে মার! ‘তৃণমূল নেতা’ জিসিবি গ্রেফতার, তরুণীকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মার তাজম্মুলের
নির্মম তৃণমূল নেতা। ডাকনাম জেসিবি। তরুণীকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মেরে চলেছেন এক পুরুষ। নাম তাজম্মুল। তৃণমূল নেতা তাজম্মুল। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে আবার চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে। আবার শুরু হচ্ছে মার। খানিক পরে দেখা গেল, এক তরুণও ওই তরুণীর কাছেই রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। গোটা ঘটনাটিই ঘটছে গোল হয়ে দাঁড়িয়ে থাকে একদল মানুষের চোখের সামনে। কাউকে খুব একটা বাধা দিতেও দেখা যাচ্ছে না। এই দৃশ্য দেখা যাচ্ছে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ক্লিপে।
চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে পেটানো তৃণমূল নেতা গ্রেফতার। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছিল বিতর্ক। একে একে মুখ খুলতে শুরু করেছিল রাজ্যের বিরোধীরা। ইসলামপুরের পুলিশ সুপার জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কয়েক ঘণ্টার মধ্যেই জেসিবিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সোমবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস কে জানান, যে ঘটনার প্রেক্ষিতে রবিবার চোপড়ার ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল, সেটি দিন দুয়েক আগে ঘটেছিল চোপড়া থানা এলাকার লক্ষ্মীপুরে।
জেলা সিপিএমের দাবি, অভিযুক্ত তাজম্মুল নামে ব্যক্তি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ। এলাকায় জেসিবি নামেই চেনেন সকলে। সিপিএমের জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল হক বলেন, ‘‘যত দূর শুনেছি, ভিডিয়োতে যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে, তিনি বিবাহিত। তবে এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে ফিরে এলে দু’জনের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়। বলা হয় ওই অর্থ না দিলে তাঁদের এলাকায় থাকতে দেওয়া হবে না। তাঁরা সেই জরিমানা না দেওয়ায় তাঁদের উপর অত্যাচার করা হয়।’’
ঘটনাটির কথা মেনে নিয়ে চোপড়ার বিধায়ক হামিদুল স্বীকার করেছেন, ভিডিয়োয় তরুণী এবং তরুণকে মারধর করতে দেখা যাচ্ছে যাঁকে, সেই তাজম্মুল এলাকায় তৃণমূলেরই হয়ে কাজ করেন। হামিদুল বলেন, ‘‘এ রকম একটি ঘটনা ঘটেছে। ওই মহিলা যদি পুলিশে এ ব্যাপারে অভিযোগ করেন, অবশ্যই তাজম্মুলকে গ্রেফতার করা হবে।’’ দিন কয়েক আগে কোচবিহারে এক বিজেপি নেত্রীকে পোশাক খুলিয়ে মারধর করা হয়। অভিযুক্ত তৃণমূল।