November 12, 2024

রোহিতের ট্রফি নিতে ওঠার ভঙ্গিমা ‘‌ভাইরাল’‌!‌ বাবাকে কাঁদতে দেখে বিরাট কন্যা চিন্তায় পড়েছিলেন :‌ অনুষ্কা শর্মা

0

বিশ্বকাপ জেতার পর এক অভিনব কায়দায় মঞ্চে ট্রফি নেন লিওনেল মেসি। আইপিএল জয়ের পর ট্রফি নেওয়ার সময় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে নকল করেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার।‌ শনিবার বিশ্বকাপ নিতে মঞ্চে ওঠার সময় এক অদ্ভুত ভঙ্গিতে হেঁটে মঞ্চে ওঠেন রোহিত শর্মা। যা একেবারেই রোহিতসুলভ নয়। তাতেই সবাই অবাক হয়ে গিয়েছে। এটা চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ কেন এমন করলেন রোহিত? জানা গিয়েছে, এক সতীর্থের কথা মতোই এইভাবে হেঁটে মঞ্চে ওঠেন রোহিত। আগে থেকেই মঞ্চে দাঁড়িয়ে ছিল গোটা ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইন্টারভিউ দিচ্ছিলেন। এদিকে মঞ্চ থেকে তাঁকে ডাকাডাকি শুরু করেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপ হাতে তোলার জন্য তর সইছিল না বাকিদের। রোহিত তড়িঘড়ি সঞ্চালকের সঙ্গে কথা শেষ করে মঞ্চের দিকে এগিয়ে আসেন। তাঁকে আসতে দেখে কুলদীপ যাদব দেখিয়ে দেন কিভাবে আসতে হবে। তাঁর দেখানো ভঙ্গিতেই মঞ্চে ওঠেন রোহিত। যা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতেই ঘটনাটি দেখা গিয়েছে। মঞ্চে সিরাজ এবং সূর্যকুমারের মাঝে দাঁড়িয়ে কুলদীপ রোহিতকে দেখিয়ে দেন কীভাবে হাঁটতে হবে। ভারত অধিনায়ক সতীর্থের দেওয়া পরামর্শ মেনেই মঞ্চে ওঠেন। রোহিতকে উৎসাহিত করতে দেখা যায় বাকি ক্রিকেটারদের। ভারতীয় দলের এই টিম স্পিরিটই পার্থক্য গড়ে দিল।

আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। কান্নায় চোখ ভিজে যায়। মাঠের মাঝে দাঁড়িয়েই ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে। অনুষ্কার সঙ্গে কথা বলার পর বিভিন্ন মুখভঙ্গি, অঙ্গভঙ্গি করতে দেখা যায় কোহলিকে। বোঝাই যায় ফোনের ওপারে নিশ্চয়ই কন্যা ভামিকা এবং পুত্র আকায় আছে। কথা বলতে বলতে আবেগ চেপে রাখতে পারেননি বিরাট। কান্নায় ভেঙে পড়েন। যা দেখে ছোট্ট ভামিকা খুবই চিন্তায় পড়ে যান। মেয়ের চিন্তার কথা নিজের ইনস্টাগ্রামে ফাঁস করেন অনুষ্কা শর্মা। তিনি লেখেন, ‘আমাদের মেয়ে ভামিকা টিভিতে বাবা এবং অন্য প্লেয়ারদের কাঁদতে দেখে খুবই চিন্তায় পড়ে যায়। বারবার প্রশ্ন করে, ওদের জড়িয়ে ধরার জন্য কেউ আছে কিনা। ও ভাবছিল, ওদের কেউ জড়িয়ে ধরলে ওদের ভাল লাগবে। ও চাইছিল ওদের কেউ জড়িয়ে ধরুক। আমি ওকে বলি, তুমি চিন্তা করো না। ওদের আলিঙ্গন করার জন্য দেশের ১৫০ কোটি মানুষ আছে।’ বিরাট কোহলি, রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দলকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানান অনুষ্কা শর্মা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed