রাজ্যের মন্ত্রী ও বিডিওকে তাড়া মালদহে! কোনও মতে নৌকায় উঠে পালিয়ে বাঁচলেন মন্ত্রী
মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামের ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে মন্ত্রী তাজমুল হোসেন। সঙ্গে ছিলেন বিডিও তাপসকুমার পাল ও অন্য প্রশাসনিক কর্তারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী। লাঠি উঁচিয়ে গ্রামের মহিলারা তাড়া করলেন মন্ত্রীকে। বাঁচতে নৌকায় উঠে পড়তে হয় মন্ত্রীকে!
তাজমুলকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, গত কয়েক দিনে ফুলহার নদীতে জলস্তর অনেকটা বেড়ে যাওয়ার ফলে রশিদপুরের নদীপারের এলাকা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের কয়েকটি বাড়ি, দোকান ভাসিয়ে নিয়ে গিয়েছে নদী। সরকারের কোনও হেলদোল নেই। প্রশাসনিক আধিকারিকদের কেউই গ্রামে আসেননি। ত্রাণেরও ব্যবস্থা করা হয়নি। এই অভিযোগ তুলেই মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। হাতে লাঠি নিয়ে মন্ত্রী ও বিডিওকে তাড়া গ্রামের মহিলাদের। কোনওরকমে পালিয়ে বাঁচলেন মন্ত্রী মহাশয়।