February 17, 2025

বিশ্বকাপ জেতার জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের, ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের নয় নজির

0
ICC T20 World Cup 2024 - Final - India v South Africa

অভাবনীয় সাফল্যের পুরস্কার। বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়েরা পেতে চলেছেন বোর্ডের থেকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই কারণে, দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের সময় মাঠেই ছিলেন জয়। বিশ্বকাপ জেতার পরে অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি। মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাসে মাতেন। বিরাট, রোহিত, হার্দিক পাণ্ড্য ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন। পরে সাজঘরে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচের সেরা ক্যাচের পুরস্কারও দেন। বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসাবে ২৪ লক্ষ ৫০ হাজার ডলার পেয়েছেন রোহিতেরা। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্ক ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। অর্থাৎ, কোনও দল আইপিএল জিতলে যে পুরস্কারমূল্য পান তার থেকেও বেশি টাকা পেয়েছেন রোহিতেরা। এ বার তাঁদের জন্য বাড়তি পুরস্কারের ঘোষণা করল বিসিসিআই। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “আমি আনন্দে সঙ্গে জানাচ্ছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পুরো প্রতিযোগিতা জুড়ে এই দল দারুণ প্রতিভা, ইচ্ছাশক্তি ও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়েছে। এই দারুণ কীর্তির জন্য দলের সকল ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা।”

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত ন’টি নজির গড়েছে
ভারতের ৯ নজির:

১) দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ২০০৭ সালের পরে আবার ২০২৪ সালে শিরোপা। ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬)ও ইংল্যান্ডের(২০১০ ও ২০২২)পরে তৃতীয় দল হিসাবে এই কীর্তি করেছে তারা।
২) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক রান করেছে ভারত। বিরাট কোহলির ৭৬ রানের দাপটে ১৭৬ রান। এর আগে ২০২১ সালের বিশ্বকাপ ফাইনালে ১৭৩ রান করেছিল অস্ট্রেলিয়া।
৩) রেকর্ড গড়েছেন বিরাট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০০৮), এক দিনের বিশ্বকাপ (২০১১), চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩) ও টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪) জিতেছেন। অন্য কোনও ক্রিকেটারের এই নজির নেই।
৪) এখনও পর্যন্ত ন’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। প্রতিটি বিশ্বকাপ খেলেছেন রোহিত। বাংলাদেশের শাকিব আল হাসানের এই কৃতিত্ব রয়েছে।
৫) টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়ে ৫০টি ম্যাচ জিতেছেন রোহিত। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়েছেন তিনি।
৬) এ বারের বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বোলার হিসাবে তিনিই প্রথম এই কীর্তি করেছেন।
৭) বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচের সেরার (১৬) পুরস্কার পেয়েছেন বিরাট। তিনি ছাপিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদবকে।
৮) অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছে ভারত। রোহিতেরাই প্রথম দল হিসাবে এই কীর্তি করেছেন। ২০০৯ সালে শ্রীলঙ্কা, ২০১০ সালে অস্ট্রেলিয়া, ২০১৪ সালে ভারত ও এ বছর দক্ষিণ আফ্রিকা ফাইনাল পর্যন্ত সব ম্যাচ জিতলেও ফাইনালে হারতে হয়েছে।
৯) এক টি-টোয়েন্টি বিশ্বকাপ যুগ্ম ভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আরশদীপ সিংহ (১৭)। আফগানিস্তানের ফজ়লহক ফারুকিও সম সংখ্যক উইকেট নিয়েছেন। এর আগে ২০২১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ ১৬টি উইকেট নিয়েছিলেন। তাঁকে ছাপিয়ে গিয়েছেন এই দুই বোলার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed