October 4, 2024

নাতাশাই হার্দিকের মনের মানুষ! বিশ্বকাপ জিতেই মাঠে প্রমাণ দিলেন বিবাহবিচ্ছেদ ভুয়ো

0

সংবাদ শিরোনামে হার্দিক পাণ্ডিয়া। আইপিএলে হার কিংবা স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে সম্পর্কে অবনতি। অযাচিত বিতর্কে ছ’মাস চুপ ছিলেন হার্দিক। হার্দিককে নিয়ে একের পর এক ইঙ্গিতুপূর্ণ পোস্ট অভিনেত্রী স্ত্রীর। পরিস্থিতি বলেছে হার্দিক-নাতাশা বিবাহবিচ্ছেদ হয়তো সময়ের অপেক্ষা। তবে ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা। নাতাশাই হার্দিকের মনের মানুষ, মাঠে বসেই প্রমাণ দিলেন হার্দিক!

মাঠেই অবিরান কান্না। আবেগ ধরে রাখতে পারেননি। সতীর্থদের জড়িয়ে ধরেছেন। তার পরে হাতে জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরেছেন। হার্দিকের চোখের জল বুঝিয়ে দিচ্ছিল, কতটা স্বস্তি পেয়েছেন। ক্রিকেট তারকা ৬ মাস ধরে এই দিনটার অপেক্ষা করেছেন। তার পর অশ্রুসজল চোখে পিচে বসেই ভিডিয়ো কল করেছেন ক্রিকেট তারকা। ফোনের ও পারে স্ত্রী নাতাশা। জয়ের পরের মুহূর্তটা নাকি পরিবারের সঙ্গে ভাগ করেন ক্রিকেট তারকা। ভিডিয়ো কলে হার্দিকের সঙ্গে কে ছিলেন সেটা স্পষ্ট নয়। হার্দিক ও নাতাশার বিবাহবিচ্ছেদের খবরটা আসলেই ভুয়ো। স্বামীর ভাবমূর্তি রক্ষা করতেই নাকি ময়দানে নামেন নাতাশা। স্বামীর কর্মজীবন থেকে নজর ঘোরাতেই পদক্ষেপ অভিনেত্রী নাতাশার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed