লাল হলুদ ঝড়ে উড়ে গেল টালি! সাত গোলে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গল – ৭ (শ্যামল, আমন, জেসিন-২ সুব্রত, অনন্থু, সায়ন)
টালিগঞ্জ অগ্রগামী – ১
বড় জয় দিয়ে কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল। মহমেডানের পর বড় দলের বড় জয়। রবিবার মরশুমের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে উড়িয়ে দিল লাল হলুদ। জোড়া গোল জেসিন টিকের। বাকি গোলগুলো করেন শ্যামল বেসরা, আমন সিকে, সুব্রত মুর্মু, অনন্থু এবং সায়ন ব্যানার্জি।
প্রথমার্ধে জোড়া গোল, দ্বিতীয়ার্ধে পাঁচ। আগের দিন কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে উয়াড়ি এসিকে হাফ ডজন গোলে হারায় মহমেডান। এদিন আরেক প্রধানও শুরু করল বড় জয় দিয়ে। গত মরশুমে দ্বিতীয় স্থানে শেষ করে ইস্টবেঙ্গল। এবার কলকাতা লিগ জিততে মরিয়া বিনো জর্জ।
রবিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে দারুণ ফুটবল উপহার দিল লাল হলুদ বাহিনী। বৃষ্টিভেজা দুপুরে সমর্থকরা জমায়েত হয়েছিল প্রিয় দলের খেলা দেখতে। প্রথম থেকেই দাপুটে ফুটবল ইস্টবেঙ্গলের। শ্যামল বেসরা এবং আমন সিকের গোলে প্রথমার্ধের শেষে ২-০ তে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে ঝড় তোলে লাল হলুদের জুনিয়র ব্রিগেড। জোড়া গোল পান জেসিন। বাকি তিন গোল তিন পরিবর্ত ফুটবলারের। ইস্টবেঙ্গলের হয়ে পঞ্চম গোল করেন সুব্রত। শেষ দু’গোল অনন্থু এবং সায়নের। টালিগঞ্জের সঞ্জয় শর্মার গোল সান্ত্বনা পুরস্কার মাত্র। প্রথম ম্যাচেই বিপক্ষকে গোলের মালা পরিয়ে মাঠ ছাড়ল বিনো জর্জের দল।