মেসিহীন আর্জেন্টিনা, কোপার নক আউট পর্বে তুললেন মার্টিনেজ
আর্জেন্টিনা – ২ (মার্টিনেজ)
পেরু – ০
নকআউট পর্বে আর্জেন্টিনা। মেসিহীন আর্জেন্টিনা। তাও জয় এনে দিলেন লাওতারো মার্টিনেজ। পেরুকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে আর্জেন্টিনা। জোড়া গোল মার্টিনেজের। কোপায় জয়ের হ্যাটট্রিক লা আলবাসিলেস্তেদের। কানাডা, চিলির পর পেরুর বিরুদ্ধে জয়। গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচ খেললেও চোটের জন্য এদিন খেলতে পারেননি মেসি। তবে ডাগআউটে ছিলেন। গোলের পর সাইডলাইনে গিয়ে মেসিকে জড়িয়ে ধরেন মার্টিনেজ। এক ম্যাচ নির্বাসিত থাকায় লিওনেল স্কালোনি ডাগআউটে ছিলেন না। সুতরাং কার্যত কোচ এবং অধিনায়ক ছাড়া গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় আর্জেন্টিনা। ফ্লোরিডায় এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দুটো গোলই দ্বিতীয়ার্ধে। বিরতির পরপরই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৭ মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করেন মার্টিনেজ। ম্যাচের ৮৬ মিনিটে ২-০ করেন। কোপার তিন ম্যাচেই গোল পেলেন মার্টিনেজ। ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা।