সুইজারল্যান্ডের কাছে হার, ইউরো থেকে ছিটকে গেল ইতালি
চলতি ইউরো কাপে সবচেয়ে বড় অঘটন। শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিল ইতালি। গোল করেন রেমো ফ্রেউলার এবং রুবেন ভারগাস। নিজেদের দোষেই হার গতবারের ইউরো জয়ীদের। জঘন্য পাসিং। বলের দখল রাখতে ব্যর্থ। বিপক্ষের ওপর কোনও চাপ সৃষ্টি করতে পারেনি লুসিয়ানো স্পালেত্তির দল। ম্যাচের ২৪ মিনিটে প্রথম সুযোগ সুইজারল্যান্ডের। এমবোলো শট অনায়াসে বাঁচায় গিয়ানলুইজি ডোন্নারুম্মা। প্রথমার্ধে ইতালির একমাত্র সুযোগ ২৬ মিনিটে। শারাওয়ের শট বাঁচান সুইস কিপার। ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ভারগাসের পাস থেকে ফ্রেউলারের শট প্রতিহত হয়। দ্বিতীয় প্রচেষ্টায় বল গোলে রাখেন। বিরতিতে এক গোলে পিছিয়ে ছিল ইতালি। দ্বিতীয়ার্ধ গতবারের চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরার আগেই ব্যবধান বাড়ায় সুইজারল্যান্ড। বিরতির পরপরই ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ইতালির সেরা সুযোগ ৭৪ মিনিটে। গিয়ানলুকা স্ক্যামাক্কার শট পোস্টে লাগে। তবে এদিন জেতার মতো খেলতে পারেনি ইতালি। অন্য ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল জার্মানি। গোল করেন হ্যাভার্টস এবং মুসিয়ালা। ডর্টমুন্ডে বজ্রবিদ্যুতের জন্য খেলা বেশ খানিকক্ষণ বন্ধ থাকে। তারপর আবার শুরু হয়। প্রথমার্ধ গোলশূন্য ছিল। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হ্যাভার্টজ। ম্যাচের ৬৮ মিনিটে ২-০ করেন মুসিয়ালা। ম্যাচে ফেরার কোনও সম্ভাবনা ছিল না ডেনমার্কের।