October 3, 2024

প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের সাবধানবাণী, বিচারপতিকে ভগবান, আদালতকে মন্দির ভাবলে বিপদ!

0

‘‌‘বিচারপতিদের অধিকাংশ সময়েই ‘লর্ডশিপ’, ‘অনার’ বা ‘লেডিশিপ’ বলে সম্বোধন করা হয়। মানুষ যদি বিচারালয়কে ন্যায়ের মন্দির ভেবে নেন তা হলে ঘোর বিপদ।’’ বিচারপতি কখনওই ‘ভগবান’ হতে পারেন না বলে মনে করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর মতে, যদি কোনও বিচারপতি নিজেকে ‘ঈশ্বর’ ভেবে নেন, তা হলে ‘ঘোর বিপদ’। কারণ, একজন বিচারকের মধ্যে ঐশ্বরিক গুণ নয়, দরদ, সহানুভূতি, সহমর্মিতার মতো মানবিক গুণ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন।

কলকাতা হাই কোর্টের বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির এক আলোচনাসভায় এ কথা বলেন বিচারপতি চন্দ্রচূড়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলন, ‘‘বিচারপতিদের অধিকাংশ সময়েই ‘লর্ডশিপ’, ‘অনার’ বা ‘লেডিশিপ’ বলে সম্বোধন করা হয়। কিন্তু মানুষ যদি বিচারালয়কে ন্যায়ের মন্দির ভেবে নেন, তা হলে ঘোর বিপদ। আর আমরা বিচারপতিরা যদি নিজেদের সেই মন্দিরের দেবতা বলে ভাবতে শুরু করি, তা হলেও ঘোর বিপদ। আমি বরং বলব, বিচারকদের উচিত নিজেকে জনগণের সেবক হিসাবে দেখা। বিচারক বা বিচারপতিরা যদি ভেবে নেন, তাঁরা মানুষের সেবা করছেন, তা হলে দেখবেন, বিচারকের ভাবমূর্তিতে দয়া, সহমর্মিতা, সহানুভূতির মতো ভাবনার প্রতিফলন হবে। একমাত্র তা হলেই একজন বিচারক বিচার করবেন কোনও পূর্বধারণার বশবর্তী না হয়ে।’’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed