October 3, 2024

যুগ্ম চ্যাম্পিয়ন মালদা,মুর্শিদাবাদ! বেঙ্গল প্রো টি-২০ লিগের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেল

0

ফাইনালে বৃষ্টি। বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী সংস্করণে যুগ্ম চ্যাম্পিয়ন সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস।

শুক্রবার রাতে বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। মুর্শিদাবাদ কিংসের ইনিংসে ১.১ ওভার হওয়ার পরই রাত নটা নাগাদ বৃষ্টি নামে।

খেলা বন্ধ হয়ে যায়। পুরো মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল হওয়ায় খেলা শুরু হওয়ার একটা সম্ভাবনা ছিল।

কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষমেষ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংসকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে মালদা। এদিন রান পাননি ঋত্বিক। ২১ রান করেন রণজোৎ সিং খাইরা। সৌরভ সিংয়ের রান ২০।

মুর্শিদাবাদের হয়ে জোড়া উইকেট নেন দিলশাদ খান এবং জিৎ ঠাকুর। রান তাড়া করতে নেমে ১.১ ওভারে বিনা উইকেট হারিয়ে ৭ রান ছিল মুর্শিদাবাদের।

কিন্তু বৃষ্টির জন্য খেলা‌ বন্ধ হয়ে যায়। আর শুরু করা সম্ভব হয়নি। টুর্নামেন্টে সেরকম দর্শক না হলেও ফাইনালে বি এবং এল ব্লকের অর্ধেক প্রায় ভরে যায়।

গ্যালারি থেকে সমর্থকদের আওয়াজ ভেসে আসে। সেই চেনা ইডেনের একঝলক পাওয়া যায়। বৃষ্টির জন্য খেলা শেষ করা সম্ভব হয়নি।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বৃষ্টি নিয়ে চিন্তা ছিল সিএবি কর্তাদের। একদিন ছাড়া কোনও ম্যাচ পরিত্যক্ত হয়নি। ভেস্তে গেল ফাইনাল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed