বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী সংস্করণ, সেরা কলকাতার মেয়েরা, মালদা-মুর্শিদাবাদের ছেলেরা যুগ্ম চ্যাম্পিয়ন
বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী সংস্করণ। মেয়েদের চ্যাম্পিয়ন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সংস্করণে মালদা ও মুর্শিদাবাদের ছেলেরা যুগ্ম চ্যাম্পিয়ন।
মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। মিতা পলের নেতৃত্বে কলকাতা ব্যাটে এবং বলে অসাধারণ পারফর্ম করে। শুক্র দুপুরে ইডেনে রোমাঞ্চকর ফাইনালে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স মুর্শিদাবাদ কুইন্সকে ৫ রানে হারিয়ে বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী মহিলা শিরোপা জিতে নেয়।
অধিনায়ক মিতা পাল ২৪ রান করেন। বল হাতে জোড়া উইকেটও তুলে নেন। ম্যাচের সেরা কলকাতার অধিনায়ক। ৩২ বলে ৩৭ রান করেন ইপ্সিতা মণ্ডল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করে কলকাতা। জবাবে সন্দীপ্তা পাত্রের ৪৫ রান সত্ত্বেও নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে মুর্শিদাবাদ।
শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল। প্রথম বলেই অদ্রিজার উইকেট পান মমতা কিস্কু। পরের দুই বলে ৫ রান হয়। শেষ বলে প্রিয়াঙ্কার মূল্যবান উইকেট তুলে নেন কিস্কু। যার ফলে ৫ রানে ম্যাচ জেতে কলকাতা। যদিও লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের ছেলেদের দল অধিনায়ক অভিষেক পোড়েলের নেতৃত্বে বেঙ্গল প্রো টি-২০ লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায়।
বেঙ্গল প্রো টি-২০ লিগের ছেলেদের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় যুগ্ম চ্যাম্পিয়ান মালদা ও মুর্শিদাবাদের ছেলেরা। মাঠে লেসার শো। গানা নাচা সবেরই আয়োজন থাকলেও ভেস্তে দিলেন বরুনদেব। দর্শকরা তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন লেসার শো। ভালোমতোই খেলা শুরু হয়েছিল।
এরপর বেঙ্গল প্রো টি-২০ লিগের ছেলেদের ফাইনাল পন্ড বৃষ্টিতে। বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী সংস্করণে যুগ্ম চ্যাম্পিয়ন সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। মুর্শিদাবাদ কিংসের ইনিংসে ১.১ ওভার হওয়ার পরই রাত নটা নাগাদ বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। পুরো মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল হওয়ায় খেলা শুরু হওয়ার একটা সম্ভাবনা ছিল।
কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষমেষ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংসকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে মালদা। এদিন রান পাননি ঋত্বিক। ২১ রান করেন রণজোৎ সিং খাইরা। সৌরভ সিংয়ের রান ২০। মুর্শিদাবাদের হয়ে জোড়া উইকেট নেন দিলশাদ খান এবং জিৎ ঠাকুর।
রান তাড়া করতে নেমে ১.১ ওভারে বিনা উইকেট হারিয়ে ৭ রান ছিল মুর্শিদাবাদের। কিন্তু বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। আর শুরু করা সম্ভব হয়নি। টুর্নামেন্টে সেরকম দর্শক না হলেও ফাইনালে বি এবং এল ব্লকের অর্ধেক প্রায় ভরে যায়। গ্যালারি থেকে সমর্থকদের আওয়াজ ভেসে আসে। সেই চেনা ইডেনের একঝলক পাওয়া যায়। বৃষ্টির জন্য খেলা শেষ করা সম্ভব হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বৃষ্টি নিয়ে চিন্তা ছিল সিএবি কর্তাদের। একদিন ছাড়া কোনও ম্যাচ পরিত্যক্ত হয়নি। ভেস্তে গেল ফাইনাল।