‘ভিশন ২০২০’-তে ব্যাটিং পরামর্শদাতা মন্ত্রী মনোজ, বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেঙ্কটেশ প্রসাদ এবং নরেন্দ্র হিরওয়ানিও
‘ভিশন ২০২০’-তে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে যোগ দিচ্ছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। গত মরসুম শেষে ক্রিকেট থেকে অবসর মনোজ তিওয়ারির। বাংলার জার্সিতে আর তাঁকে ক্রিকেট খেলতে দেখা যাবে না মনোজকে। বাংলার হয়ে ২০ বছর ক্রিকেট খেলেছেন মনোজ। ভারতের হয়ে ১২টি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক শতরান একটি। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১০১৯৫ রান। মনোজের বাংলার ক্রিকেটে জড়িত থাকা সংক্রান্ত বৈঠকও রয়েছে সিএবি-তে।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনাল ছিল ২৮ জুন। সেই প্রতিযোগিতায় হারবার ডায়মন্ডস দলের অধিনায়ক ছিলেন মনোজ। প্রতিযোগিতা শেষ হতেই বাংলার ভবিষ্যৎ তৈরির পরিকল্পনা শুরু করে দিয়েছে সিএবি। মনোজ বললেন, “বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভাল লাগে। যেখানে ক্রিকেট খেলেছি, সেখানে কিছু ফিরিয়ে দিতে পারলে ভাল লাগবে।” খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও বলেন, “মনোজের মতো ক্রিকেটার বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলে, সেটা দলের জন্য ভাল। ও ভবিষ্যতের তারকা তৈরি করতে পারবে। ওর অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে।”
‘ভিশন ২০২০’ প্রজেক্ট থেকে ক্রিকেটের পাঠ নেবেন বাংলার ক্রিকেটারেরা। করোনা অতিমারির কারণে বন্ধ থাকা প্রজেক্ট আবার শুরু বতে চলেছে। এই বছর মনোজের সঙ্গে ‘ভিশন ২০২০’ প্রজেক্টে থাকতে পারেন বেঙ্কটেশ প্রসাদ এবং নরেন্দ্র হিরওয়ানিও। সৌরভ গাঙ্গুলির মস্তিস্কপ্রসূত ‘ভিশন ২০২০’ প্রজেক্টে এর আগে মুথাইয়া মুরলীধরন, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটারেরা যুক্ত ছিলেন।