January 13, 2025

সংবিধান হাতে শপথগ্রহণলোকসভায় প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী

0
edededed

লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হলেন রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীন এই ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। আজই সংবিধান হাতে শপথগ্রহণ করেন রাহুল। এর কয়েক ঘণ্টার মধ্যে কংগ্রেসের তরফে এ ঘোষণা করা হল। কে সি বেণুগোপাল জানিয়েছেন, আজই কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিষয়ে জানিয়েছেন।

চলতি বছর লোকসভা নির্বাচনে ৯৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ৯ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে একযোগে সকলেই বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করেন। যদিও রাহুল তৎক্ষণাৎ সিদ্ধান্তের কথা জানাননি। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতেই রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করল কংগ্রেস

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed