সবুজ-মেরুন জার্সিতে আপুইয়ার মুখে ‘জয় মোহনবাগান’মিজোরামের মিডফিল্ডারকে নিয়ে উচ্ছ্বসিত কোচ মোলিনাও
![tt-6](https://rknewz.com/wp-content/uploads/2024/06/tt-6.jpg)
![](https://rknewz.com/wp-content/uploads/2024/06/tt-6.jpg)
আপুইয়া ভারতীয় ফুটবলমহলে সাড়া জাগানো নাম। মিজোরামের মিডফিল্ডার মুম্বই ছেড়ে মোহনবাগানের জার্সিতে চূড়ান্ত। মুম্বই সিটিও বিদায়বার্তা দেওয়ার পর মোহনবাগানের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা। আপুইয়াকে নিয়ে বিশেষ বার্তা দিলেন সবুজ-মেরুনের নতুন কোচ জোসে মোলিনাও। আইএসএলের ফাইনালে মুম্বই মাঝমাঠে দাপটের সঙ্গে খেলেন আপুইয়া। তাঁর দাপটের কাছে ম্লান হয়ে যান জনি কাউকোরা। মাঝমাঠের রাশ কার্যত একার হাতে তুলে নেন আপুইয়া। মুম্বই সিটি ও ইস্টবেঙ্গল তাঁকে দলে রাখতে চেয়েছিল। মোহনবাগানের হয়ে খেলবেন আপুইয়া। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে মুম্বই। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তাঁর আগমনবার্তা জানিয়ে দিল সবুজ-মেরুন।
আপুইয়াকে নিয়ে উচ্ছ্বসিত নতুন কোচও। তিনি বলেন, “আপুইয়া দলে যোগ দেওয়ায় মাঝমাঠের শক্তি বাড়বে। গত মরশুমে নিজের গুরুত্ব প্রমাণ করেছে। মিডফিল্ডার হিসেবে ভারতীয় জার্সিতেও নিজেকে প্রমাণ করেছে। ও যোগ দেওয়ায় মাঝমাঠে প্রতিযোগিতা বাড়বে। দলের পারফরম্যান্সেরও উন্নতি ঘটবে।” সবুজ-মেরুনে যোগ দিয়ে আনন্দিত আপুইয়া জানান, “ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা আলাদা জায়গা আছে। ইতিহাসও জড়িয়ে আছে ক্লাবের সঙ্গে। সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও উত্তেজিত। পরিশ্রম আর আন্তরিকতা দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবুজ-মেরুনকে বেছে নিয়েছি কারণ, কোচ আর সতীর্থদের নিয়ে লক্ষ্যে পৌঁছতে চাই। এই সুযোগটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ক্লাবকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি সদস্য-সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।