শেষ চারে মুর্শিদাবাদের মহিলা দল, মালদাওপ্রথম দল হিসাবে বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে
ওমেন্স বেঙ্গল প্রো টি-২০-তে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে মুর্শিদাবাদ কুইন্সের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকায় শীর্ষে। প্রথম দল হিসাবে বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে মুর্শিদাবাদের মহিলা দল। জয় পেল মালদাও। শেষ চারে মুর্শিদাবাদের মহিলা দল। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে মহিলাদের বিভাগে প্রথম সেমিফাইনালিস্ট। হাওড়া ওয়ার্রিয়ার্সকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে মুর্শিদাবাদ কুইন্স। রবিবার যাদবপুরের সল্ট লেক ক্যাম্পাসের মাঠে হাওড়ার দলের বিরুদ্ধে ১০ রানের জয়ে সেমিফাইনাল সুনিশ্চিত করল মুর্শিদাবাদে দল। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় মুর্শিদাবাদই শীর্ষে। সমসংখ্যক ম্যাচ খেলে তিনটিতে জয়ী হাওড়ার দল। ছয় পয়েন্ট নিয়ে তাঁরা আপাতত পয়েন্ট তালিকায় চারে।
লো স্কোরিং ম্যাচে মুর্শিদাবাদের হয়ে ব্যাট হাতে রীতিকা বাদে আর কেউই তেমন নজর কাড়তে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১০১ রান তোলে। হাওড়া ওয়ারিয়ার্সের হয়ে অধিনায়ক ধারা গুজ্জর ২০ রানের বিনিময়ে দুই উইকেট নেন। জবাবে হাওড়ার ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। ধারা গুজ্জর ৪৭ রানের ইনিংস খেললেও, বাকিরা কেউই তাঁকে সঙ্গই দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে মাত্র ৯১ রান তোলে হাওড়া। মুর্শিদাবাদের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সই দলের জয় নিশ্চিত করে। দলের হয়ে প্রিয়ঙ্কা সরকার, শ্রেয়সী আইচ দুইজনে ১৭ রানের বিনিময়ে দুইটি করে উইকেট নেন। স্নেহা গুপ্ত ও প্রিয়াঙ্কা প্রসাদ যথাক্রমে সাত ও ১৭ রান খরচ করে একটি করে উইকেট নেন