October 5, 2024

কোহলি কাণ্ডকারখানা!‌বল খুঁজতে ঢুকে গেলেন মঞ্চের নীচে!

0

অদ্ভুত কাণ্ড!‌ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সমর্থকদের হাসালেন বিরাট কোহলি। বল খুঁজতে গিয়ে বাউন্ডারি পেরিয়ে বাজি ফাটানোর মঞ্চের নীচে ঢুকে পড়লেন। সমর্থকদের হাসালেন বিরাট কোহলি। বল খুঁজতে গিয়ে বাউন্ডারি পেরিয়ে বিপত্তি ঘটালেন। কোহলির সেই কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি সতীর্থেরাই। ১৭তম ওভারের শেষ বলের ঘটনা। আরশদীপ সিংহের বলে ছয় মেরেছিলেন রিশাদ হোসেন। বল সীমানা পেরিয়ে একটি মঞ্চের তলায় ঢুকে যায়। আতসবাজির প্রদর্শনের জন্য সেই অস্থায়ী মঞ্চটি তৈরি। মাঠের পাশেই থাকা মঞ্চের নীচে বল ঢুকে যায়। কোহলির মঞ্চের পাশে একটি ফাঁক দিয়ে ঢুকে পড়েন এবং বল খুঁজে আনেন।

মুহূর্তের মধ্যে সেই ছবি এবং ভিডিয়ো ভাইরাল। সমর্থকদের দাবি, বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে গলি ক্রিকেটের স্মৃতি উস্কে দিয়েছেন কোহলি। গলি ক্রিকেট খেলার সময় যে ভাবে আশেপাশের বাড়ির আনাচে-কানাচে বল ঢুকে যায় এবং কষ্ট করে তা উদ্ধার করে আনতে হয়, সেই একই কাজ দেখা গিয়েছে কোহলির ক্ষেত্রেও। বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, বৃষ্টির জন্য কি ভেস্তে যাবে রোহিতদের খেলা বিশ্বকাপে এ রকম কাজ করে কোহলি মাতিয়ে রাখলেও, ব্যাট হাতে তাঁকে ফর্মে এখনও ফিরতে দেখা যায়নি। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি ২৮ বলে ৩৭ রান করেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ রান। ‌বোঝাই যাচ্ছে খুব একটা ভালো ফর্মে নেই কোহলি।‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed