February 18, 2025

আয়োজক দেশ জার্মানির ড্রঅতিরিক্ত সময়ের গোলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাল

0
q2

জার্মানি ১ সুইৎজারল্যান্ড ১
হাঙ্গেরি ১ স্কটল্যান্ড ০

ইউরো কাপে হার বাঁচাল আয়োজক দেশ জার্মানি। সংযুক্ত সময়ের গোলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল হল ১-১ অমীমাংসিত। প্রথমার্ধে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ড্যান এনডোয়ে। সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে নামা নিকলাস ফুলক্রুগ। ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে শেষ করল জার্মানি। তিন ম্যাচে তাদের পয়েন্ট সাত। সুইৎজারল্যান্ড তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করল। অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জিতল হাঙ্গেরি। তারা ১-০ হারাল স্কটল্যান্ডকে। হাঙ্গেরির তিন ম্যাচে তিন পয়েন্ট, নকআউটে ওঠার সুযোগ রয়েছে।

ম্যাচের শুরুতে তিন মিনিটের মাথায় জামাল মুসিয়ালা ডিফেন্সচেরা পাস দিয়েছিলেন ইলকাই গুন্ডোয়ানকে। সেই আক্রমণ রুখে দেয় সুইস রক্ষণ। জার্মানির আক্রমণ ও লড়াইয়ে চলছিল। মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইর্ৎজ ইচ্ছামতো জায়গা বদল করে খেলে সুইসদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। জার্মানি এগিয়ে যায় ১৭ মিনিটে। বাঁ দিক থেকে জার্মানির মিটেলস্ট্যাডের ক্রস ক্লিয়ার করেছিলেন আবিশার। ২৫ গজ দূরে বল পেয়েছিলেন রবার্ট আন্দ্রিচ। দূর থেকে তিনি শট মেরেছিলেন। বিপক্ষ গোলকিপার ইয়ান সমারের সামনে আচমকা বল ড্রপ খেয়ে গোলে ঢুকে যায়। জার্মান ফুটবলারেরা গোলের উৎসব করার সময়েই তাতে জল ঢেলে দেন রেফারি। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সঙ্গে শলাপরামর্শ এবং সাইডলাইনের ধারে গিয়ে ভিডিয়ো দেখার পর তিনি গোল বাতিল করে দেন। জানান, আবিশার বল ক্লিয়ার করার সময়ে তাঁকে ফাউল করেছিলেন মুসিয়ালা। রিপ্লে-তে সেই ঘটনা পরিষ্কার। ২৮ মিনিটের মাথায় আচমকাই এগিয়ে যায় তারা। নিজের অর্ধে বল হারান মুসিয়ালা। সেই বল ধরে এগিয়ে যান ফ্যাবিয়ান রাইডার। পাস দেন বাঁ দিকে থাকা রেমো ফ্রিউলারকে। ফ্রিউলার বক্সে ক্রস তুলেছিলেন। জার্মানির ডিফেন্ডারকে টপকে সেই বলে পা ছুঁইয়ে গোল করেন ড্যান এনডোয়ে। ‘ভার’ পরীক্ষা করলেও গোল বাতিল করা হয়নি। পরের মুহূর্তেই এনডোয়ে আবার গোল করে দিচ্ছিলেন। বক্সের বাইরে থাকা তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধেও সুইৎজারল্যান্ডের রক্ষণে ফাটল ধরাতে পারছিল না জার্মানি। কয়েক মিনিট পরেই একাধিক খেলোয়াড়কে বদলে দেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার মধ্যে ডেভিড রাউমের ২৫ গজ দূর থেকে একটি শট অল্পের জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৭০ মিনিটের মাথায় আরও একটি সহজ সুযোগ নষ্ট করে জার্মানি। সুইৎজারল্যান্ডের আবিশারকে টপকে জোশুয়া কিমিখের উদ্দেশে পাস বাড়িয়েছিলেন উইর্ৎজ়। সেই শট বাঁচিয়ে দেন ম্যানুয়েল আকাঞ্জি। সেই বল পেয়েছিলেন ম্যাক্সি বেইয়ার। সেই প্রচেষ্টাও রুখে দেন সুইস ডিফেন্ডার ফ্যাবিয়ান শার। পেনাল্টির সম্ভাবনা তৈরি হলেও ‘ভার’ তা খারিজ করে দেয়। ৮৪ মিনিটের মাথায় আবার গোল সুইৎজারল্যান্ডের। তবে এ বার অফসাইডের কারণে গোল বাতিল হয়। আমাদোনির পাস পেয়েছিলেন ভার্গাস। ন্যুয়েরের মাথার উপর দিয়ে বল জালে জড়ান। তবে সামান্য এগিয়ে থাকার কারণে অফসাইড হন। পরের মিনিটেই হাভার্ৎজের একটি হেড বারে লাগে। খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে দারুণ একটি সেভ করেন ন্যুয়ের। বাঁ দিক থেকে রাউমের ক্রসে সবার উপরে লাফিয়ে উঠে গোল করেন ফুলক্রুগ। বারবার গোলমুখ খুলতে না পারায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় জার্মানদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed