Thursday, April 3, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

নিজের শহরেই হারল বাদশার দল! নবাগত অশ্বিনী কুমারে ধস কলকাতা নাইট রাইডার্সে‌র ব্যাটিংয়ে

কলকাতা নাইট রাইডার্স: ১১৬ (অঙ্গকৃষ ২৬, রমনদীপ ২২)
মুম্বই ইন্ডিয়ান্স: ১২১/২ (রিকালটন ৬২, সূর্যকুমার ২৭)
৮ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

জোরালো গতি, বাউন্সার দেওয়ার ক্ষমতা, গতির হেরফের এবং চাপের মুখে মাথা ঠান্ডা রাখা। ঘরোয়া ক্রিকেট খেলে উঠে আসা আনকোরা এক ছেলে। রাজ্যভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন। কার্যত একাই শেষ করে দিলেন নাইটদের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর। শুরু থেকেই মুম্বই বোলারদের সামনে কার্যত গুঁড়িয়ে যায় নাইটদের ইনিংস। প্রথম ওভারের তৃতীয় বলে নাইটদের ইনিংসে প্রথম ঝটকা। ট্রেন্ট বোল্টের বলে শূন্যে ফেরেন সুনীল নারিন। পরের ওভারেই কুইন্টন ডি’কককে ফেরান দীপক চাহার। আইপিলে অভিষেক ঘটানো অশ্বিনী কুমার প্রথম বলেই রাহানের উইকেট নিয়ে মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন। পাওয়ার প্লে’র মধ্যে আরও একটা উইকেট হারায় নাইটরা। ভেঙ্কটেশ আইয়ারকে ৩ রানে ফেরান চাহার। প্রথম ৬ ওভারের মধ্যে ৪১ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে তারা। নবাগত অশ্বিনী কুমার একে একে ফেরান রিঙ্কু সিং ১৭, মণীশ পাণ্ডে ১৯, আন্দ্রে রাসেলকে ৫ রানে। ২৩ বছরের এই বাঁ-হাতি পেসার ২৪ রানে ৪ উইকেট নেন। সোমবারের ম্যাচে বল করার আগেই অশ্বনী দ্বিতীয় ওভারে দারুণ একটি ক্যাচ নিয়ে ফেরান কুইন্টন ডি’কককে। বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। নিজের দ্বিতীয় ওভারে পর পর ফিরিয়ে দেন রিঙ্কু সিং এবং মণীশ পাণ্ডেকে। অশ্বনীর বলে স্টাম্প ছিটকে যায় আন্দ্রে রাসেলের। ১৫তম ওভারে রমনদীপ সিংহের একটি সহজ ক্যাচ ফেলেন। নবাগত তরুণ অভিষেকেই ৪ উইকেট নিয়ে নাইটদের ইনিংস ভেঙে দিলেন ১১৬ রানে। চলতি আইপিএলে মুম্বই প্রথমবার ঘরের মাঠে নামে। কেকেআরের পক্ষে সর্বোচ্চ রান করেন অংকৃশ রঘুবংশী ২৬ ও রমনদীপ সিং ২২ রান।

পঞ্জাবের মোহালির ঝনজেরীতে জন্ম ২৩ বছরের অশ্বনীর। ১৮ বছর বয়সে পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট। ২০ বছর বয়সে এক দিনের ক্রিকেট এবং পরের বছর টি-টোয়েন্টিতে অভিষেক। পাঞ্জাবের নিজস্ব টি-টোয়েন্টি লিগ শের-ই-পঞ্জাব টি২০ ট্রফি খেলে উঠে এসেছেন। পাঞ্জাবের হয়ে এখনও পর্যন্ত দু’টি প্রথম শ্রেণির ম্যাচ এবং চারটি করে এক দিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে একটি ম্যাচে শেষ ওভারে জেতার জন্য বিপক্ষ দলের আট রান দরকার ছিল। অশ্বনী চার রান দেন। একটি উইকেটও তুলে নেন। পরের ম্যাচে প্রথম দু’ওভারে ৩৩ রান দেন। শেষ ওভারে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে দলকে এক রানে জেতান। শের-ই-পাঞ্জাব টি২০ ট্রফিতে অশ্বনীর একের পর এক ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখে পাঞ্জাব নির্বাচকরা সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে নেন। বিজয় হজারের দলেও সুযোগ পান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তিনটি উইকেট নেন। আইপিএলের প্রথম ভারতীয় বোলার হিসাবে অভিষেক ম্যাচেই চার উইকেট নেওয়া অশ্বনী রেকর্ড গড়লেন। চতুর্থ বোলার হিসাবে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট নিলেন। নজির রয়েছে আলি মুর্তাজা ২০১০, আলজারি জোসেফ ২০১৯ এবং ডেওয়াল্ড ব্রেভিসের ২০২২ সালে। পাঞ্জাবের লিগ থেকে তুলে আনা অশ্বনীকে মহা নিলামে ৩০ লাখ টাকায় কিনেছে মুম্বই। প্রথম ম্যাচেই আইপিএলের উঠতি তারকা।

কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। বলিউডের ‘কিং খান’এর দলের হার খোদ মুম্বইয়েই। হার্দিকের দলকে একাই শেষ করে দেওয়া অশ্বনী নেন চারটি। দু’টি উইকেট নেন চহর। একটি করে উইকেট নেন বোল্ট, হার্দিক পাণ্ডিয়া, বিগ্নেশ পুতুর এবং মিচেল স্যান্টনার। ওয়াংখেড়ের মাঠে ১১৭ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ১৩, রায়ান রিকেলটন ৬২ রানে অপরাজিত, উইল জ্যাকস ১৬, সূর্যকুমার যাদবের ২৭ রানে অপরাজিত। মুম্বইয়ের পিচে কেকেআরের প্রধান শক্তি স্পিন ব্রিগেড ব্যার্থ। নিজেদের শক্তি অনুযায়ী পিচ বানিয়ে সফল মুম্বই। মুম্বইয়ের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সের। মুম্বইয়ের বিরুদ্ধে ১১৬ রানে শেষ কলকাতার ইনিংস। জবাবে ১২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। হার থেকে নাইট দলনেতা অজিঙ্ক রাহানে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে বলেন। “আমাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। টসের সময়েই বলেছিলাম। ১৮০-১৯০ রান করতে পারলে লড়াই হত। উইকেটে বাউন্সও ছিল। যা লাগাতে পারেনি আমাদের ব্যাটাররা। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাইব। আমাদের বোলাররা চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। লড়াই করার জন্য যে রান থাকা দরকার, তা ছিল না। পাওয়ার প্লে’তেই ৪ উইকেট চলে যাওয়ায় ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। একজনকে অন্তত ইনিংস ধরে রাখার কাজটা করতে হত। শেষপর্যন্ত উইকেটে থাকতে হত। যদিও এই দায়িত্ব কেউই নিতে পারল না।’

নাইটদের পয়েন্ট টেবিলে বিরাট পতন। ৩ ম্যাচে ১টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে কেকেআর। অধিনায়ক হিসেবেও রাহানে ব্যর্থ ১১ রান করেন। এ বারের আইপিএলে প্রথম তিন ম্যাচে দু’টি হার কেকেআরের। পরের ম্যাচ বৃহস্পতিবার ঘরের মাঠে খেলবে কলকাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles