Thursday, April 3, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘‌স্বরূপে’‌ তিতিবিরক্ত টলি ও ক্রীড়া মহল!‌ টেলিভিসন-ক্রীড়া জগতের বিশ্বাস ভঙ্গ, এবার লক্ষ্য বিওএ, কেলেঙ্কারির পাহাড়?‌

স্বরূপ বিশ্বাস। কে এই স্বরূপ বিশ্বাস?‌ কোথায় ছিলেন এতদিন?‌ কোনওকালে অভিনয় করতেন?‌ কোনও সময়ে ক্রীড়া মহলে যুক্ত ছিলেন?‌ কষ্মিনকালেও ফুটবল, ক্রিকেট বা অ্যাথলেটিক্স খেলাধুলায় পারদর্শীতা দেখিয়েছিলেন?‌ হাজারও প্রশ্ন, সাধারন মানুষ থেকে শুরু করে অভিনেতা-‌অভিনেত্রী, ক্রীড়া বিশেষজ্ঞদের। টলি দুনিয়ায় দাপটের পর এবার জাঁকিয়ে বসার চেষ্টা করছেন ক্রীড়া ক্ষেত্রে, বিস্তর অভিযোগের পাহাড়। টলিউড কেলেঙ্কারীর অন্যতম পান্ডা বলে অভিহিত টলিপাড়ায়। অন্যায্য ভাবে গিল্ডের কার্ড দখল থেকে শুরু করে তোলাবাজি, সিন্ডিকেটে নাম জড়িয়ে অভিযুক্ত আপাতত টালিগঞ্জের কেউকেটা?‌ টলিপাড়ার জোরালো ঘোরতর দুই অভিযোগ। প্রথমত সিনেমা-টেলিভিশন জগতের মানুষই নন স্বরূপ বিশ্বাস। অথচ প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সহকারী পরিচালকের কার্ড হাতিয়ে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হয়েছেন বলে অভিযোগের তীর স্বরুপের দিকে। দ্বিতীয়ত, জোর করে পদ দখল করা সভাপতির টালিগঞ্জের বিশাল শিল্পসমাজকে নিয়ন্ত্রণ করা নিছক ক্ষমতার দম্ভে, ইচ্ছামতো তুঘলকি নিয়ম চালু করা এবং সর্বোপরি এক দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলার নায়ক বলে বিস্ত অভিযোগ। খাড়া করা শিখণ্ডী বলতে টেকনিশিয়ানদের স্বার্থ। সিন্ডিকেট থেকে লাভবান হন স্বরূপের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি বলেও জানা যায় টলিপাড়ায় কান পাতলে। নিয়মের যাঁতাকলে গত ১০ বছরে টালিগঞ্জ থেকে বিনিয়োগ উধাও। বাইরে থেকে শুটিং করতে আসা দেশি-বিদেশি ইউনিট মুখ ফিরিয়েছে বাংলা থেকে। বাংলা ছবির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেকনিশিয়ান সম্প্রদায়। অভিযোগ, স্বরূপ ও ঘনিষ্ঠজনের বুলি টেকনিশিয়ানদের স্বার্থেই নাকি কর্মকাণ্ডের বহর!

টালিগঞ্জে ‘‌দাদাগিরি’‌-র অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ভিত্তি খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে দুই ভাইয়ের কলেজ জমানাতেই। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। টালিগঞ্জের এই সিনে জগতে অল্প কিছুদিনের মধ্যে এত প্রভাব খাটানো সম্ভব কীভাবে? নিউ আলিপুরের মিলিটারি গেটের উল্টোদিকে দুর্গাপুর কলোনি। সেখানেই বেড়ে ওঠা অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাস ছিলেন নিউ আলিপুর কলেজের পড়ুয়া, সেখানে ছাত্র পরিষদের সক্রিয় নেতাও ছিলেন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও হন। দুই ভাইকেই ছোটবেলা থেকে চেনেন, নামপ্রকাশে অনিচ্ছুক নিউ আলিপুরের দীর্ঘদিনের বাসিন্দা জানান, ১৯৯৫ সালে কংগ্রেসের প্রবীণ নেতা সোমেন মিত্র ৮১ নম্বর ওয়ার্ডে টিকিট দেন অরূপ বিশ্বাসকে। ১৯৯৮ সালে তৃণমূলে যোগ দেন অরূপ। দাদা রাজনীতিতে থাকলেও স্বরূপ বিশ্বাস এসবের ধারেকাছে ছিলেন না। পড়তেন সাউথ সিটি কলেজে। সাউথ সিটি মানেই এসএফআইয়ের ঘাঁটি। রাজনীতির সঙ্গে কোনও যোগ ছিল না স্বরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাস তৃণমূলের যোগ দেওয়া পরে কাউন্সিলর নির্বাচনে ২০০০ সালে দলের টিকিটে জেতেন।১০ নম্বর বোরোর চেয়ারম্যান হন। এবার, স্বরূপ বিশ্বাস ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে মাথা গলাতে শুরু করেন দাদার হাত ধরে। অরূপ-স্বরূপের এই একসময়ের প্রতিবেশীর দাবি, দাদা বোরো চেয়ারম্যান হতেই ৮১ নম্বরের ওয়ার্ডের কাজকর্মের দেখাশোনা শুরু করেন ভাই স্বরূপ। প্রতিবেশীর অভিযোগ, তখন থেকেই চত্বরে গড়ে ওঠে তাঁদের রিয়েল এস্টেট সিন্ডিকেট।

নিউ আলিপুর সাধারণত বড়লোকদেরই জায়গা। এই অঞ্চলে কেউ যদি বাড়ি সারাতে চাইতেন, বা নতুন বাড়ি তৈরি করতে চাইতেন তাহলেই ধাপে ধাপে কাউন্সিলরের প্রভাব খাটিয়ে টাকা তোলা শুরু হতো। জলের লাইনের টাকা, বিদ্যুতের লাইনের টাকা, নতুন কেবলের টাকা। সব কিছুর জন্য অবৈধভাবে টাকা তোলা শুরু হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবেশীদের অভিযোগ, নামে বেনামে ৮১ নম্বর ওয়ার্ড জুড়ে নাকি প্রচুর বাড়ি বা ফ্ল্যাটের মালিক হন অরূপ এবং স্বরূপ। নতুন ফ্ল্যাট তৈরি হলেই সেখানে কাউন্সিলরকে একটা ফ্ল্যাট দিতে হবে বলে প্রোমোটারকে হুমকি দিয়েই এই সমস্ত বাড়ির মালিকানা জোটে বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বাসিন্দাদের অনেকেই বলেন, এখন সুরুচি সংঘের পুজোর যা চেহারা, এমনটা আগে ছিল না মোটেও। এখন নিউ আলিপুর সুরুচি সংঘের পুজো ‘‌অরূপ বিশ্বাসের পুজো’‌ বলেই পরিচিতি। অথচ এই পুজো নাকি শুরু করেছিলেন চেতলার একজন ক্রীড়াপ্রেমী ‘‌গোরাদা’‌। গোরাদা ওই মাঠে ছোটদের যোগব্যায়াম শেখাতেন। আগে কোনওরকমে অল্প আলো জ্বালিয়েই দুর্গাপুজো হতো। অরূপ বিশ্বাস কাউন্সিলর হওয়ার পরে, ২০০১ সালের পর থেকেই এই পুজোর ভোল বদলে যায়। ওই মাঠ আসলে এলআইসির সম্পত্তি বলেই স্থানীয় লোকেরা জানেন। ওই মাঠে বাচ্চারা খেলত আগে। এখন মাঠ পুরো কংক্রিট। ওই জমি এখন কার, কেউই জানেনও না।

স্বরূপ বিশ্বাসের উত্থান?‌ স্থানীয় সূত্রের খবর, ২০০৬ সালে পুরনো টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। নিউ আলিপুরে ২০১০ সালে স্বরূপ বিশ্বাসের স্ত্রী পুরসভা ভোটে প্রার্থী ৮১ নম্বর ওয়ার্ড থেকেই। অভিযোগ, পৌরসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন বিশ্বাস পরিবারই। ২০২৪ সালের লোকসভা ভোটে এই ওয়ার্ডে তৃণমূল হেরে যায়। ২০১৯ সালেও এই ওয়ার্ডে হারে দল। ২০২১ সালের পৌরসভা ভোটে বড় অঙ্কের ভোটে জেতে তৃণমূল। প্রতিবেশীর দাবি, নিউ আলিপুরের উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ট হতে চান না। ফলে বুথ ফাঁকা থাকে। অন্য দলের এজেন্টও থাকেই না। অভিযোগ, এই সুযোগেই পুরসভা ভোটে দেদার ছাপ্পা মেরে তৃণমূল জেতে। অভিযোগ, নিউ আলিপুরে অনেক বড় বড় খাবার দোকান আছে, ফলের বাজার আছে। বিশ্বাসবাহিনীর ছেলেরা সেখান থেকে জোর খাটিয়ে যখন তখন বিনাপয়সায় খাবার নিয়ে আসে। ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ, কিন্তু ভয়ে মুখ খোলেন না কেউ। সুরুচির পুজোর মোটা টাকা চাঁদা নিয়েও রয়েছে ক্ষোভ। অভিযোগ, মূলত এইখানে তোলাবাজির কাজ করানো হয় প্রোমোটিং সিন্ডিকেটের লোক, কর্পোরেশনের ১০০ দিনের কাজের লোক আর কর্পোরেশনের চুক্তিভিত্তিক কর্মীদের দিয়েই।

সিনেমাপাড়ায় থ্রেট কালচার? টালিগঞ্জের স্টুডিওপাড়া ৯৭ নম্বর ওয়ার্ড। নিউ আলিপুর থেকে সেখানে কীভাবে স্বরূপ বিশ্বাসের প্রতিপত্তি বাড়ল? স্থানীয়রা বলছেন, অরূপ বিশ্বাস বিধায়ক হওয়ার পরেই টলিপাড়ায় স্বরূপ বিশ্বাসের প্রবেশ। ১৯৬৮ সালে ফেডারেশনের জন্মলগ্ন থেকে এর কাজকর্মের সঙ্গে যুক্ত, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ প্রোডাকশন কন্ট্রোলার ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, ১৯৬৮ সালে ফেডারেশন যখন প্রথম স্থাপিত হয় তখন আলাদা করে কোনও গিল্ডই ছিল না। পরে সর্বভারতীয় সংগঠন এআইএফইসি অর্থাৎ অল ইন্ডিয়া ফিল্ম এম্পলয়িজ কনফেডারেশন-এর অধীনে আসার সময় তাদের নিয়ম মেনে প্রত্যেকটা বিভাগের আলাদা গিল্ড হয়। ১৬টা গিল্ড দিয়ে ফেডারেশনের পথচলা শুরু। ১৯৮৫ সালে এই ফেডারেশন আইনি অনুমোদিন পায়। অভিনেতাদের দু’টি আলাদা ইউনিয়ন ছিল সেই সময়। শিল্পী সংসদ ও অভিনেত্রী সংঘ। প্রতিবছরই নিয়ম করে ফেডারেশনের নির্বাচন হতো। সুব্রত সেন শর্মা, পারিজাত বসু, পিনাকী মুখোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়ের মতো বহু কৃতী মানুষ ফেডারেশন তথা চলচ্চিত্র শিল্পের সাংগঠনিক নেতৃত্বে কাজ করেছেন বিভিন্ন সময়। এদের রাজনৈতিক দলগত আনুগত্য আলাদা হলেও, কাজের জায়গায় একটা স্পষ্ট অলিখিত নিয়ম সবাই মেনে চলতেন। দলীয় বিশ্বাস যাই হোক না কেন, ফেডারেশনের অন্দরে কোনও দলীয় রাজনীতির অনুপ্রবেশ ঘটবে না। রাজনীতিকে স্টুডিও চত্বরের বাইরেই রেখে আসতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও সদস্যরা একই গিল্ড ও ফেডারেশনের সদস্য হয়েও নিজস্ব দলীয় রাজনীতি ফেডারেশনের মধ্যে নিয়ে আসেননি। নির্বাচনের সময় ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত অথচ ফেডারেশনের সদস্য নন এমন মানুষদের নির্বাচনী কমিশনার হিসেবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হতো। প্রাইভেট স্টুডিওর আধিকারিক, সাউন্ড স্টুডিওর বেতনভুক্ত মিক্সিং ইঞ্জিনিয়ার। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনওদিন ফেডারেশনে কোনও প্রশ্ন ওঠেনি বলেই দাবি করেছেন প্রবীণ টলিউডের ব্যাক্তি।

সর্বভারতীয় সংগঠন এআইএফইসি অর্থাৎ অল ইন্ডিয়া ফিল্ম এম্পলয়িজ কনফেডারেশন-এর উদ্যোগে সারা ভারতের সমস্ত ফেডারেশনের সদস্যরা বেশ কিছু সুযোগ সুবিধা পান। ১৯৯৫ সালে ভারত সরকারের শ্রম মন্ত্রকের তত্ত্বাবধানে লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নিয়ন্ত্রণাধীন সিনে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ডে কলকাতার ফেডারেশনের সদস্যরা সদস্যপদে নানাবিধ সুবিধা পেতেন, যেমন ছেলেমেয়েদের স্কুলস্তরের পড়াশোনার খরচ, উচ্চশিক্ষার জন্য অনুদান, এছাড়াও চিকিৎসার খরচ, বাড়ি তৈরি বা মেরামতের খরচ, মেয়ের বিয়ে, মৃত্যুর পর এককালীন সুবিধা, দাহকার্যের জন্য বিশেষ সাহায্য। এই কার্ড সর্বভারতীয় স্তরে এখনও আছে। ভারতবর্ষে অন্যান্য ফেডারেশনের সদস্যরা এখনও এর সুবিধা পান। প্রবীণ প্রোডাকশন কন্ট্রোলারের অভিযোগ, কোনও এক অদ্ভুত কারণে (অনুমান, কারণটা রাজনৈতিক) স্বরূপ বিশ্বাস দায়িত্বে আসার পর এই কার্ডের বিষয়ে আর কোনও উদ্যোগই নেওয়া হয়নি। ফলে ফেডারেশনের পরবর্তী সদস্যরা এর কোনও সুবিধা আজ পান না। তাঁর আরও অভিযোগ, তৃণমূল সরকার সিনেশিল্পীদের মেডিক্লেমের ব্যবস্থা করেছিল ঠিকই কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই সেই মেডিক্লেমও নাকি অনিয়মিত এবং অনিশ্চিত হয়ে পড়েছে। প্রবীণ প্রোডাকশন কন্ট্রোলার আরও জানিয়েছেন, স্বরূপ এবং অরূপ বিশ্বাস টালিগঞ্জ ইন্ডাস্ট্রির দখল নেওয়ার পরে কয়েকটা ঘটনা ঘটে। বাংলার শাসকদল বাংলা সিনেমা জগত নিয়ে উৎসাহ প্রকাশ করে এবং টেকনিশিয়ান স্টুডিওর পুনর্নির্মাণ করে। মেডিক্লেমও চালু হয়। এতে সাধারণ কর্মীরা ভাবতে শুরু করেন, তৃণমূল সরকার বাংলা সিনেকর্মীদের ভালো-মন্দের দিকে মুখ তুলে তাকিয়েছে। বিশ্বাস ভাইদের গিল্ডগুলির উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকে। অরূপ-স্বরূপ সরকারি অনুষ্ঠানে বাস ভাড়া করে টালিগঞ্জের কলাকুশলী এবং শিল্পীদের নিয়ে যাওয়ার প্রথা চালু করেন। কাজ বন্ধ, টাকা আটকে থাকার মতো ক্ষতি হওয়া সত্ত্বেও যেহেতু খোদ সরকার জড়িত, প্রযোজকরাও এ ব্যাপারে কোনও প্রতিবাদ জানাতে পারেননি। পাশাপাশি, কয়েকজন ক্ষমতাশালী প্রযোজক সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়াতে তারাও শিল্পীদের উপর পরোক্ষভাবে প্রভাব খাটান।

অভিযোগ, সভাপতি হওয়ার পর থেকেই স্বরূপ বিশ্বাস নিয়মিত সমস্ত গিল্ডের সঙ্গে তাদের অবস্থা বুঝতে আলাদা আলাদা করে মিটিং করতে শুরু করেন। সেই মিটিংয়ে গিল্ডের সদস্যরা, যাঁরা সরকার, ফেডারেশন বা গিল্ডের বিরুদ্ধে ক্ষোভ বা উষ্মা প্রকাশ করতেন তাঁদের বিশেষ করে নজরে রাখা হতো বলে অভিযোগ। টেকনিশিয়ানদের মধ্যে যারা কংগ্রেস বা সিপিএমপন্থী তাদেরকেও চিহ্নিতকরণের কাজ সেই সময় থেকেই শুরু হয়ে যায় বলে অভিযোগ। বিরোধিতা কারীদের সংগঠনবিরোধী কাজের অভিযোগে নানা গিল্ড থেকে বহিষ্কার করা হয়। এমন অবস্থা সৃষ্টি করা হয় যাতে সেই কুশলীর সঙ্গে আর কেউ কাজ না করতে পারেন। স্বরূপ বিশ্বাসের আমলে এভাবে বহু সাধারণ মানুষ কাজ হারিয়েছেন বলে অভিযোগ। টলিপাড়ার বিক্ষুব্ধদের দাবি, নির্বাচনের প্রক্রিয়াও সম্পূর্ণ পাল্টে যায় এবং হাত তুলে ‘হ্যাঁ’ বা ‘না’ বলে ভোটের প্রক্রিয়া চালু হয়। স্বাভাবিকভাবেই সাধারণ সভায় সবার সামনে ক্ষমতাসীন বিধায়ক এবং তাঁর ভাইয়ের অনুগতদের বিরোধিতা করা কোনও টেকনিশিয়ানেরই পক্ষে সম্ভব হয় না। গিল্ডে প্রভূত অসন্তোষ সত্ত্বেও কোনও টেকনিশিয়ানই জনসমক্ষে মুখ খুলতে সাহস পান না। অচিরেই অধিকাংশ গিল্ডের কর্মসমিতি তাদের অনুগত লোকেদের দখলে। করেন। অভিযোগ, টালিগঞ্জ এলাকার নানা লোক ইন্ডাস্ট্রিতে ঢালাও কার্ড পেতে শুরু করে এই সময়। ভোটের রাজনীতির সুবিধার্থে। স্বরূপ বিশ্বাসের মতোই, এরা কেউই প্রশিক্ষিত নন এবং সিনেমা, সিরিয়ালে কাজ করার কোনও অভিজ্ঞতাই নেই। অবৈধ কার্ডপ্রাপ্ত মানুষদের রোজগারের একটা অংশ আবার ঘুরপথে ক্ষমতাসীনদের কাছেই ফিরে যায় বলে অভিযোগ।

‘‌গুপি শুটিং’‌ শব্দটি এই ফেডারেশন তৈরি করে। এই গুপি শুটিং কথাটির ফেডারেশনকৃত ব্যাখ্যা, ফেডারেশনের নির্দিষ্ট করে দেওয়া টেকনিশিয়ান সংখ্যার থেকে কম টেকনিশিয়ান নিয়ে যে সমস্ত শুটিং হয় তা নাকি অবৈধ! সব সিনেমাই কোটি টাকার বাজেটে হয় না, সব সিনেমাই তারকা নিয়ে হয় না। অর্থের অভাবে ছোট ইউনিট নিয়ে নানা কাজ হয়, এমনকি বড় বাজেটের ছবিতেও প্রয়োজনের ভিত্তিতে কিছু কিছু দিন ছোট ইউনিট নিয়ে কাজ হয়। এই প্রথা চালু সারা বিশ্বজুড়েই! বিশ্বের কোথাও তা অপরাধ বলে গণ্য নয়। ফেডারেশন কখনই শুটিংয়ের জন্য কত লোক লাগবে তা ঠিক করে দিতে পারে না। দেশের কোনও আইনেই ট্রেড ইউনিয়ন হিসেবে তাদের সেই অধিকার নেই। এরপরেও কেউ যদি এভাবে কোথাও শুটিং করেন, সেই খবর কীভাবে পায় স্বরূপের দল? টলিপাড়ার অভিযোগ, খবর পেয়ে খুব দ্রুত সেই সমস্ত শুটিংয়ে লোক পাঠিয়ে ধমকানি-চমকানি করা হয়। এদের টার্গেট মূলত থাকে সেই সব পরিচালক এবং প্রযোজক যারা ক্ষমতাবান নন। শুটিংয়ের মাঝখানে আটকে পড়া প্রযোজক এবং পরিচালকের পক্ষে ‘মূল্য ধরে’ মীমাংসা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। কত টাকায় ‘‌সেটল’‌ হবে তা নির্দিষ্ট না, পরিচালক, প্রযোজক এবং শুটিংয়ের বহর দেখে তা নির্ধারিত হয়। অভিযোগ, যে টাকা নেওয়া হয় তার রসিদ আজ অবধি কোনও পরিচালক বা প্রযোজক কখনো পাননি। বলাই বাহুল্য এই ধরনের কাজ করারও কোন আইনি অধিকার ফেডারেশন বা কোনও গিল্ডের নেই। বিগত ১০-১২ বছরে এই ধরনের ঘটনার ভুক্তভোগীর সংখ্যা অনেক বলে বিস্তর অভিযোগ।

নাম প্রকাশ না করার শর্তে, অন্য এক প্রোডাকশন কন্ট্রোলার জানান, তাদের পূর্ববর্তী ইউনিয়নের কর্মসমিতির সদস্যরা (যাঁরা স্বরূপের পেটোয়া নন) একটা নিয়ম চালু করার চেষ্টা করেছিলেন। তাঁদের হিসেবে, একজন প্রোডাকশন কন্ট্রোলার একদিনে একটা ইউনিটেই কাজ করতে পারবেন। এর মূল উদ্দেশ্য ছিল, ইউনিয়নের বিভিন্ন সদস্যরা যাতে কাজ পাওয়ার সমান সুযোগ পান। পুরোটা চালু করা না গেলেও এই নিয়ম নাকি অনেকখানিই কার্যকরী ছিল। ২০১৬ সালের পরে স্বরূপ বিশ্বাসের অনুগতরা প্রোডাকশন কন্ট্রোলারদের ইউনিয়ন দখল করার পর এই নিয়ম উঠে যায় বলে দাবি তাঁর। অভিযোগ, নতুন অলিখিত নিয়ম হয় যাতে একজন প্রোডাকশন কন্ট্রোলার একসঙ্গে তিনটি সিরিয়ালে কাজ করতে পারবেন। পরিবর্তে তাঁদের সিরিয়াল প্রতি ১২ হাজার টাকা প্রতি মাসে ইউনিয়নে দিতে হবে। সদস্যদের অনুমান, এর থেকে প্রোডাকশন কন্ট্রোলারদের ইউনিয়ন মাসে ১ লক্ষ ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকা রোজগার করে। এই নিয়ম কোনও সাধারণ সভা ডেকে গৃহীত হয়নি এবং এর থেকে সংগৃহীত অর্থেরও আজ অবধি কোনও অডিট হয়নি, বলেও অভিযোগ।

অযৌক্তিক সেই সব নিয়ম না মানলেই রয়েছে বহিষ্কারের হুমকি, সারাক্ষণ ভীতির আবহ। স্বরূপ বিশ্বাসকে টালিগঞ্জের চলচ্চিত্র জগতে হাত ধরে নিয়ে আসেন অলোক ভৌমিক ভিডিও অ্যান্ড সিনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ড অফ ইস্টার্ন ইন্ডিয়ার সেক্রেটারি। ক্ষমতার জোরে স্বরূপ বিশ্বাসকে অবৈধ উপায়ে সহকারী পরিচালকের কার্ড দেন বলে অভিযোগ। সহকারী পরিচালকের কার্ড পেতে গেলে নিদেন পক্ষে তিনটি প্রজেক্টে অবজার্ভার হিসেবে কাজ করা বাধ্যতামূলক। ভারতবর্ষের কোনও নাগরিকের ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার জন্য কোথাও কোনও আইনি বাধা নেই। চাইলে যে কেউ ইউনিয়নের সদস্য হতে পারেন। কার্ড দখল করে রাখেন একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অবজার্ভার বছরের পর বছর সাফল্য ছাড়াই বলে অভিযোগ। গিল্ডের নিজের তৈরি করা নিয়ম বলছে, সদস্য হতে গেলে এই ইন্ডাস্ট্রির লোক হতে হবে। চলচ্চিত্র পরিচালক কাউকে সহকারী পরিচালক হিসেবে নিলে তবেই তিনি সহকারী পরিচালক হবেন। না হলে তিনি ইউনিয়নের সদস্য হবেন না। অথচ দলীয় রাজনীতির জোরে অভিজ্ঞতাহীন স্বরূপ বিশ্বাস কার্ড পেয়ে যান এক লহমায়। ২০১৮ সালের পর থেকে গিল্ডের তরফ থেকে কোনও নতুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড নাকি ইস্যুই করা হয়নি।

অরূপ বিশ্বাস যেহেতু টালিগঞ্জের বিধায়ক, তাই তাঁকেই এই শিল্পের দায়িত্ব দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুরনো ডিরেক্টর্স অ্যাসোশিয়েশনের এক সদস্য জানিয়েছেন, নিজের কার্ড পাওয়ার পরে দাদা অরূপের জন্যও বিমল দে-র কাছেই পরিচালক গিল্ডের একটি কার্ড পাওয়ার জন্য তদবির করেন স্বরূপ। বিমল দে তা দিতে অস্বীকার করেন এবং তিনি ও তাঁর গিল্ড বিরাগভাজন হন। অভিযোগ, বিমল দে-র পুরনো ডিরেক্টর্স গিল্ডের ফেডারেশনের স্বীকৃতি বাতিল করে দেওয়া হয় ২০১৭ সালে। প্রতিটি ডিরেক্টর্স গিল্ড নিজেদের অ্যাফিলিয়েশন রিনিউয়ালের জন্য ফেডারেশনকে বাৎসরিক চাঁদা দেয়। বিমল দে-র সংগঠনের চাঁদার যে চেকটি দেওয়া হয়েছিল, তা পরিকল্পনা করেই কোনওদিন ভাঙানোই হয়নি। সেই চেক তাদের ফেরত দিয়ে দেওয়া হয়। পরে বলা হয়, এই টাকা যেহেতু দেওয়া হয়নি তাই এই অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েশন বাতিল করা হয়েছে। বাস্তব বলছে, ওই চেক দেওয়া হয়েছিল, তা জমাই দেওয়া হয়নি।

বিমল দে ও তাঁর অ্যাসোশিয়েশন যে অরূপ এবং স্বরূপের কথা শুনে কাজ করবে না এটাই ছিল তাদের সরিয়ে দেওয়ার মূল কারণ। তবে এখানেই শেষ না। এবার মেডিক্লেমের বিষয়টি শুরু। বিমল দে-র সংস্থার সদস্যপদ বাতিল করে দেওয়ার ফলে সেই সংস্থার সদস্যদের কারও মেডিক্লেমের অনুমতি পাওয়া যায় না। মেডিক্লেম না পাওয়ার কারণে বিমল দে-র সংগঠন ছেড়ে বহু সদস্যই বেরিয়ে স্বরূপের গোষ্ঠীর শরণাপন্ন হন। তাদের সংগঠনের সদস্যদের জন্য মেডিক্লেমের আবেদন জানিয়ে তথ্য ও সংস্কৃতি দফতরে একাধিক চিঠিও লেখেন বিমল। যদিও তার উত্তর আজও আসেনি। বিমল দে এরপর একাধিক আরটিআই করেন। জানতে চান, ট্রেড ইউনিয়ন হিসেবে ফেডারেশনের আদৌ অস্তিত্ব আছে কিনা। আরটিআইয়ের উত্তরে জানা যায়, ২০১৬ সাল অবধি ফেডারেশনের কোনও H ফর্ম জমা পড়েনি। তাই ততদিন অবধি ফেডারেশনের কোনও অস্তিত্বই রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নের কাছে ছিল না। অর্থাৎ, স্বরূপ বিশ্বাস সভাপতি থাকাকালীনই ২০১৬ অব্দি ফেডারেশন খাতায়-কলমে অস্তিত্বহীন ছিল। সম্পূর্ণ অস্তিত্বহীন থাকা সত্ত্বেও এই সময়কালে ফেডারেশন এক হাতে ইন্ডাস্ট্রি শাসন করে গেছে। স্বরূপের তত্ত্বাবধানে নতুন ডিরেক্টর্স অ্যাসোশিয়েশন তৈরি হয়েছে তার পরবর্তীতে। ফলে আমার কথা কারও কাছেই পৌঁছয়নি।” H ফর্ম প্রতি বছর রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নকে জমা দিতে হয়। সেখানে সরকারকে নির্ধারিত টাকা, অডিট রিপোর্ট, বার্ষিক সভার বিবরণ জমা দিয়ে নিজেদের অস্তিত্ব জানাতে হয়। এটি করার জন্য একটি সংবিধান লাগে। বিমল দে-র অভিযোগ, আরটিআই-এর ফলে ফেডারেশন ট্রেড ইউনিয়নের কমিশনারকে আর্জি, যাতে তিনি বিমল দে-কেই অনুরোধ করা হয় ফেডারেশনের একটি সংবিধান বানিয়ে দিতে। অভিযোগ, একটি অবৈধ কার্ড পেতে না দেওয়ার রেশ ধরেই বিমল দে-কে এই হেনস্থা করা হয়। এখানেও শেষ না।

এনটিওয়ান স্টুডিওতে বিমল দে-র সংস্থার যে অফিস ঘর ছিল সেখান থেকে সমস্ত মালপত্র বের করে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ, নিউ থিয়েটার স্টুডিওর মালিকপক্ষকে চাপ দিয়ে তাঁকে ওই ঘরছাড়া করা হয়। বিমল দে জানান, “আমাকে বলে ঘর ছাড়ুন। ১৯৮৫ সাল থেকে এখানে বসছি, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কেউই বের করতে পারেন না। তাও মালপত্র সব বের করে বাইরে ফেলে দিয়েছিল। তালা বন্ধ করে দেয়। পুলিশ কোনও ডায়রি নেয়নি। তারপর পুলিশ কমিশনারের কাছে যাই। তিনি অভিযোগ নেন, এখন মামলা চলছে।” তাঁদের ২০ লক্ষ টাকার ব্যাঙ্ক ডিপোজিট ছিল, যা ফেডারেশন নানা ভাবে হস্তগত করার চেষ্টা করে বলে অভিযোগ বিমল দে-র। কিন্তু তারা সফল হতে পারেনি। বিমল দে-র আরও অভিযোগ, স্বরূপ বিশ্বাসদের অলিখিত নিয়মে, গিল্ডে নতুন সদস্য নিতে গেলে নাকি সদস্যপদের টাকার ১০% থেকে ২০% দিতে হবে ফেডারেশনকে। এই টাকা অডিটে দেখানোও হয় না। এত সমস্ত অভিযোগ এতদিন সামনে আসেনি কেন? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা তোলা হয় বা বিরোধী সদস্যদের হেনস্থা করা হয়?

এবার খেলার দুনিয়ায় পা রাখা শুরু স্বরুপের। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাবুন কোনঠাসা। এই সুযোগে সদ্য নির্বাচিত কমিটির মাথায় হাত বুলিয়ে, হরদম স্পনসর দেবেন বলে আশ্বাস দিয়ে ঢুকে পড়তে চাইছেন বিওএ তে বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন নতুন কমিটির কর্তার চক্ষুশূল স্বরূপ। হঠাৎ টলি-‌দ্বন্দের দাবানল থেকে ঠিকরে আসা আগন্তূককে মেনে নিতে পারছেন না অধিকাংশ ক্রীড়া সংস্থাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়া সংস্থার কর্তা তীব্র অভিযোগ করে বসলেন, ‘‌কয়েনের এপিঠ-‌ওপিঠ। তাহতে আগেরটা কিই বা মন্দ ছিল?‌’‌ রাজ্য গেমসের শুরুতেই তুমুল কানাঘুঁষো শুরু। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্তারও অভিযোগের তীব্র তীর ও বিষোদ্গার, ‘‌আগেরটা ‌ছিল অশিক্ষিত, এবারের জন অর্ধশিক্ষিত। নতুন কিছুর সম্ভাবনার আগেই গোলমাল শুরু।‌’‌ এক প্রবীণ ক্রীড়া সংগঠক বললেন, স্বরূপদের হাতে বিওএর অন্তর্জলি যাত্রা ত্বরান্বিত হবে। এক প্রতিভাবান ক্রীড়াবিদ ভিনরাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেল। বিওএ এখন খেলাকে পিছনে ফেলে নাচা গানায় ডুবে। স্বরূপদের অপেশাদারিত্বের ছাপ স্পষ্ট? যোগাসনে পদকজয়ীদের ট্র্যাকস্যুট পর্যন্ত এদিন দিতে পারেনি বিওএ বলে অভিযোগ। আমরা-ওরা করতে গিয়ে বাংলার ক্রীড়াক্ষেত্রকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার চেষ্টায় ইগো ও হিংসার বহিপ্রকাশ বিওএর স্বরূপের। এক বর্ষীয়ান কর্তার অভিযোগ, ‘‌স্বরূপ-‌এন্ট্রি দিতে গিয়ে নিজেদেরই এতদিনের অর্জন করা সুনাম খোয়াবেন চন্দন রায়চৌধুরীর মতো কর্তারা। সবকটি সংস্থা রাজ্য ও জেলার ক্রীড়া উন্নতির বিষয়ে অনেক আশা নিয়ে এই কর্তাদের নির্বাচিত করেছে। অথচ চন্দনরা খাল কেটে কুমীর আনছেন শুরুতেই!‌’‌

অনুলিখন ও ছবি :‌ সোহিনী রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles