Saturday, April 19, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ড্রাগন নামবে আমেরিকার ফ্লরিডার উপকূলে! মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের অবতরণের সরাসরি সম্প্রচারে নাসা

বিদায় মহাকাশ। পৃথিবীর পথে সুনীতা উইলিয়মসরা। সুনীতাদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বিশ্ব। প্রার্থনা একটাই। নির্বিঘ্নে পৃথিবীতে পদার্পণ করুক ড্রাগন। ১৭ ঘণ্টার প্রতিকূলতার জার্নি সুনীতাদের! অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারে নাসা। রবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান। মঙ্গলে আইএসএস থেকে সুনীতা এবং বুচ উঠে পড়েন ড্রাগন যানে। শুরু আন ডকিং প্রক্রিয়া। মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রক্রিয়া শেষ করে সুনীতাদের নিয়ে আইএসএস ছাড়ে ড্রাগন যান। সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস ছাড়ে স্পেসএক্সের ড্রাগন যান। ন’মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীর উদ্দেশে রওনা। ভারতীয় সময় বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ ড্রাগন নামবে আমেরিকার ফ্লরিডার উপকূলে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রের খবর।

মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই ডানা খুলে ফেলবে ড্রাগন। এই যানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে বায়ুমণ্ডলের তাপ সহ্য করার মতো অনুকূল পরিস্থিতিও তৈরি করতে যানের মধ্যে থাকা বিশেষ তাপ ঢাল খুলবে, যা তীব্র তাপপ্রবাহ থেকে সুনীতাদের রক্ষা করবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই গতি কমিয়ে চারটি প্যারাশুট খুলে দেবে ড্রাগন যান। প্যারাশুটে করেই যানটি নেমে আসবে পৃথিবীর বুকে, ফ্লরিডার সমুদ্রে! যানকে উদ্ধার করার জন্য অপেক্ষারত বিশেষ জাহাজে চাপিয়েই উপকূলে ফিরিয়ে আনা হবে সুনীতাদের। ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ পৃথিবীর মাটি স্পর্শ করবেন সুনীতারা।

ভারতীয় বংশোদ্ভুত সুনীতা ১৯ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরেও খুশি হতে পারবেন না। তিনি বলেন, ‘‘সব কিছুই মিস্‌ করব। আমি এই অনুপ্রেরণা এবং দৃষ্টিভঙ্গির স্ফুলিঙ্গ হারাতে চাই না। যখন আমি এখন থেকে চলে যাব, তখনও এটা রেখে দিতেই হবে।’’ তৃতীয় বার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ায় ‘বিশেষ দৃষ্টিভঙ্গি’ পরবর্তী জীবনে ধরে রাখতে চান। ১০ মাস মহাকাশে থাকার জন্য সুনীতাদের বেতন ১২২,০০৪ ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি টাকা। কারণ মার্কিন বেতন ক্রম অনুযায়ী সুনীতা এবং বুচ ক্রমের জিএস-১৫ বেতন স্তরে সরকারি কর্মীদের সর্বোচ্চ স্তরে রয়েছেন। এই স্তরের কর্মীদের বার্ষিক বেতন সর্বাধিক ১৬২,৬৭২ ডলার , ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। নিয়ম অনুযায়ী আকস্মিক দুর্ঘটনার জন্য অভিযান দীর্ঘায়িত হলে নভশ্চরদের বেতনের পাশাপাশি দৈনিক ভাতা দিনপ্রতি মাত্র চার ডলার, ভারতীয় মুদ্রায় ৩৪৭ টাকা। ২৮৭ দিনেরও বেশি সময় মহাকাশে কাটানোর জন্য অতিরিক্ত মাত্র ১১৪৮ ডলার অর্থাৎ পআয় ১ লক্ষ টাকা পাবেন সুনীতারা।

২০২৪ জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে ফলে সুনীতাদের ঘরে ফেরায় বাধা। ন’মাসেরও বেশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে সুনীতা উইলিয়মস এবং বুচ উইলমোর। ২০০৩ সালে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় মহাকাশযান দুর্ঘটনায় মারা যান কল্পনা চাওলা-সহ সাত মহাকাশচারী। ১৭ মার্চ কল্পনার জন্মদিন ছিল। ভারতীয় সময় ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফিরবেন সুনীতারা। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস থেকে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে ফ্লরিডা উপকূলে নামবে। ভারতীয় সময় বুধ ভোর সাড়ে ৩টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles