Sunday, April 20, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ান ঝুলনের মুম্বই, হার সৌরভের দিল্লির!‌ উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স হারাল দিল্লি ক্যাপিটালসকে

মুম্বই ইন্ডিয়ান্স- ১৪৯/৭ (হরমনপ্রীত কৌর-৬৬, নাতালি স্কিভার ব্রান্ট-৩০)
দিল্লি ক্য়াপিট্যালস- ১৪১/৯ (মারিজান কাপ-৪০, জেমাইমা রদ্রিগেজ -৩০)

ঝুলন গোস্বামীর মুম্বইয়ের কাছে হার সৌরভ গাঙ্গুলীর দিল্লির। মহিলাদের আইপিএল আবার মুম্বই ইন্ডিয়ান্সের। ৮ রানে জিতল মুম্বই। হরমনপ্রীত কউরের অর্ধশতরানে ভর করে জয়। ৪৪ বলে ৬৬ রান অধিনয়কের। ফাইনালে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতরা ফাইনালে জিতলেন ৮ রানে।জিততে সৌরভের দিল্লির সামনে লক্ষ্য ছিল ১৫০ রান। হরমনপ্রীত কউরের অর্ধশতরান। ৪৪ বলে ৬৬ রান করলেন মুম্বইয়ের অধিনায়ক। মহিলাদের আইপিএলের ফাইনালে প্রথমে ব্যাট করে ১৪৯ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। প্রথম বারের জন্য মহিলাদের আইপিএল জিততে হলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লিকে ১৫০ রান করতে হত। দলের ডিরেক্টর অফ ক্রিকেট প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। ওপেনিং জুটি হেইলি ম্যাথুজ ও যস্তিকা ভাটিয়ার ব্যাট কথা বলতে পারেনি। নেপথ্যে মারিজেন কাপের বোলিং। ম্যাথুজকে ফাঁদে ফেলেন। আউটসুইং বুঝতে না পেরে ৩ রান করে বোল্ড হন ম্যাথুজ। নিজের পরের ওভারে ৮ রানের মাথায় যস্তিকাকেও ফেরান কাপ। টানা চার ওভার বল করেন কাপ ১১ রান দিয়ে ২ উইকেট নেন। মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ ন্যাট শিভার-ব্রান্ট ও অধিনায়ক হরমনপ্রীত কউর। ৩৩ বলে নিজের অর্ধশতরান করেন হরমনপ্রীত। মুম্বইয়ের ব্যাটিং ভেঙে দেয় দিল্লি ক্যাপিটালস। তরুণ স্পিনার নাল্লাপুরেড্ডি চারানির বলে ৩০ রান করে আউট শিভার-ব্রান্ট। মিড উইকেটে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নেন মিন্নু মণি। আমেলিয়া কের, সজীবন সজনা রান পাননি। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে ৬৬ রানে আউট হন অধিনায়ক। ১৪৯ রানে শেষ করে মুম্বই।

দুই বঙ্গসন্তানের লড়াই। দু’দলের ডাগআউটে দু’জন। এক জন ভারতীয় ক্রিকেটে বাঙালিদের সবচেয়ে বড় নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। পর পর তিন বছর দলকে ফাইনালে তুলেছেন। আর এক বাঙালি ঝুলন গোস্বামী। ভারতের মহিলাদের ক্রিকেটে বাংলার উজ্জ্বল নক্ষত্র। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ। দিদির কাছে হার দাদার। সৌরভের দিল্লিকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হল ঝুলনের মুম্বই। আরও এক বার ব্যর্থ হয়েই ফিরতে হল দিল্লিকে। ন্যাট শিভার-ব্রান্ট, শবমন ইসমাইল, হেইলি ম্যাথুজ, অ্যামেলিয়া কেরদের সামনে ধরাশায়ী মেগ ল্যানিং, শেফালি বর্মার দিল্লি। শিভার ব্রান্ট এই প্রতিযোগিতায় এক মরসুমে ৫০০-র বেশি রান করেন। ভারত অধিনায়ক হরমনপ্রীতের সামনে জিততে ব্যর্থ বিশ্বক্রিকেটে মহিলাদের সবচেয়ে সফল অধিনায়ক ল্যানিং। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দিল্লি দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ১৩ রানের মাথায় শিভার-ব্রান্টের ইনসুইং বুঝতে না পেরে বোল্ড হন ল্যানিং। মেগ ল্যানিংদের তিন উইকেটের পতনের পর পালটা লড়াই শুরু করেন জেমাইমা রদ্রিগেজ এবং মারিজান কাপ। জেমাইমা ২১ বলে ৩০ রান করে কেরের স্পিনে পরাস্ত। কাপ ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর শিভার ব্রান্টের সামনে অসহায় আত্মসমর্পণ। তিন স্পিনার ম্যাথুজ, কের ও বাংলার সাইকা ইশাকও দারুন পারফরমেন্স দেন। স্নায়ুর চাপ সামলে আরও একবার ডব্লিউ পি এল খেতাব জিতলেন হরমানপ্রীত কৌরদের মুম্বই। ফাইনালে ঝুলন গোস্বামীর মুম্বইয়ের কাছে হার সৌরভ গাঙ্গুলীর দিল্লির।

‌ডব্লিউপিএলের সমাপ্তি অনুষ্ঠানে চমক দিল বিসিসিআই। শরীরী হিল্লোলে ঝড় নোরা ফতেহি। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ফিফা বিশ্বকাপের থিম সং নোরা ফতেহির। উইমেন্স প্রিমিয়র লিগের আসরে শরীরী হিল্লোলে ঝড় তুললেন। ডব্লিউপিএল ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করলেন নোরা। ১৪ ফেব্রুয়ারি ভদোদরায় ডব্লিউপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড স্টার আয়ুষ্মান খুরানা। উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে সম্মুখসমের গুজরাট জায়ান্টস ও গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। ম্যাচের মাঝে ইনিংসের বিরতিতে গ্যালারির দর্শকদের মনোরঞ্জন করেন আয়ুষ্মান। উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন মধুবন্তী বাগচী। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে সম্মুখসমরে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৩ সালে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন কৃতি শ্যানন, কিয়ারা আদভানিরা। ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়র লিগের আসরে পারফর্ম করেন বলিউড কিং শাহরুখ খান। মুম্বই ইন্ডিয়ান্স এই নিয়ে দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ান। ২০২৩-এর পরে দ্বিতীয়বার ট্রফি জয় হরমনপ্রীত কৌরদের। দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়র লিগে মোট ৭ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমে ৪টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। ৪টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঝুলন বলেন, “আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। প্রত্যেকেই দেশের হয়ে অনেক বছর ধরে খেলছে। ওরা জানে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয়। ফাইনালের চাপ আলাদা থাকে। সেই চাপ নেওয়ার জন্য অভিজ্ঞতা দরকার। আমার মনে হয়, সেখানেই আমরা দিল্লিকে হারিয়েছি। খেলা থেকে অবসর নেওয়ার পর মুম্বই আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। প্রধান কোচ শার্লট এডওয়ার্ডসের সঙ্গে মিলে একটা ভাল দল তৈরি করেছি। এই দল চ্যাম্পিয়ন হতে জানে। এই তিন বছর অনেক কিছু শিখেছি। আগামী দিনে অবশ্যই কাজে লাগবে।”

এদিকে আইপিএল এর প্রস্তুতি জোর কদমে। ইডেনে কলকাতা নাইট রাইডার্স প্র‌্যাকটিস ম্যাচে ধুন্ধুমার ইনিএস অনামি লুবনিথের। ২২ মার্চ থেকে শুরু আইপিএল ২০২৫। তার আগে শনিবার ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস ম্যাচে কেকেআর গোল্ডের হয়ে অনামী লুবনিথের ব্যাটিং ঝড়! অর্ধশতরান বেঙ্কিরও! টিম পার্পল এবং টিম গোল্ড মুখোমুখি হল একে অপরের। প্র্যাকটিস ম্যাচে টিম গোল্ডের হয়ে খেলেন বেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজরা। কর্ণাটকের ক্রিকেটার লুভনিথ সিসোদিয়া। অনামি এই ক্রিকেটার রাসেল থেকে বৈভব অরোরা, আইপিএল খেলা সব বোলারের বিরুদ্ধেই দুরন্ত ব্যাটিং। অর্ধশতরান করলেন ২৩.৭৫ কোটি টাকার ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার। ২৫ বলে ৭টি ছক্কা মেরে ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার। অনামী লুবনিথ সিসোদিয়াও দুরন্ত ইনিংস খেলে নজর কাড়লেন প্র্যাকটিস ম্যাচে। টিম পার্পেলের বোলারদের বিরুদ্ধে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অনুকুল রায়ের বলে আউট হন। মণিশ পাণ্ডে ১৫তম ওভারে অনুকুল রায়কে একটি ছয় এবং একটি চার মারেন। বৈভব অরোরা নেন মঈন আলির উইকেট। রভম্যান পাওয়েলকেও আউট করেন। ১৯তম ওভারে পরপর চারটি চার মারেন রমনদীপ সিং। গোল্ড টিম নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৫ রান তোলে।

টিম গোল্ডেনের ক্যাপ্টেন বেঙ্কটেশ আইয়ার। গোল্ডের প্রথম একাদশে বেঙ্কটেশ আইয়ার, লুভনিথ সিসোদিয়া,রহমানউল্লাহ গুরবাজ, মনীশ পাণ্ডে, মঈন আলি, রভম্যান পাওয়েল, রামানদীপ সিং, চেতন সাকারিয়া, মায়াঙ্ক মার্কাণ্ডে ও নেট বোলাররা।

টিম পার্পলের অধিনায়কত্ব করেন নাইটদের মূল দলনেতা আজিঙ্কা রাহানে। প্রথম একাদশে ছিলেন কুইন্ট ডি কক,আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, অনুকূল রায় ও বেশ কিছু নেট বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles