রং বরসে রে… হোলির গানের কলি! অথবা, রং যেন মোর মর্মে লাগে… দেশজুড়ে হোলির আমেজ। গোটা শহর রঙিন। শহরে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা টিম হোটেলে জমিয়ে খেললেন হোলি। হোলির আমেজে নাইট শিবির! বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে জমিয়ে হোলি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের। দোলের দিন রং লেগেছে কেকেআরের জনপ্রিয় তারকা রিঙ্কু সিংয়ের মনেও। জমিয়ে নাচলেন আলিগড়ের নবাব। নাইটদের নয়নের মণি দাপিয়ে খেললেন হোলি। হাতে বন্দুক। উড়ছে আবির। নেচে চলেছেন রিঙ্কু সিং।

রিঙ্কুর হাতে থাকা রঙের পিচকারী বন্দুক থেকে আবির উড়ছে। বন্দুক থেকে নির্গত বেগুনি, হলুদ এবং গোলাপি আবির। টিম হোটেলে সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের হোলি। সেখানে ঢাক-ঢোলের তালে রীতিমতো আনন্দে নাচ। রং খেলায় নিজেকে ডুবিয়ে দেন কেকেআরের ফিনিশার রিঙ্কু সিং। মুখে সিগনেচার হাসি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘রিঙ্কু ভাই তাঁর নিজের রঙে।’ টিম হোটেলের সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের হোলিতে চুটিয়ে দোল খেলে নাইটরা। অজিঙ্ক রাহানেকে আবির মাখিয়ে দেন চন্দ্রকান্ত পণ্ডিতকে। রং খেলায় মাতেন ভেঙ্কটেশ আইয়ারও।

উল্লাসিত বৈভব অরোরা। খোশমেজাজে অধিনায়ক রাহানে। হোলি আনন্দে কম যাননি বিদেশিরাও বাদ যায়নি। ভারতীয়দের সঙ্গে সামিল। বুধ সন্ধ্যা থেকে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইটরা। দু’দিন প্র্যাকটিসের পর হোলি উপলক্ষে শুক্রবার ক্রিকেটারদের ছুটি। ইডেনে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের বোধন। তার আগেই আগাম সাফল্যের বার্তা দিয়ে হোলির রঙে রাঙিয়ে গোটা দল। নাইট আকাশে, বাতাসে ফাগুন রঙে ছড়াছড়ি।

আইপিএলের আগেই দোল খেলায় মেতে সব দলের প্লেয়াররাই। রঙ খেলার উৎসবে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং থেকে শুরু করে লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্ত, নিকোলাস পুরাণ, জাস্টিন ল্যাঙ্গার থেকে দিল্লি ক্যাপিটালসের প্লেয়াররাও হোলির হুল্লোড়ে। গুজরাট জায়ান্টসের কোচ আশিস নেহরা নিজেই উদ্যোগ নিয়ে গোটা টিমের সঙ্গে হোলি খেললেন। পায়ে চোট সত্ত্বেও রাজস্থান রয়্যালসের গোলাপী রঙে সেজে উঠলেন রাহুল দ্রাবিড়ও। গোলাপী রঙের পাগলি পরে, চেয়ারে বসেই টিমের বাকি সদস্যদের সঙ্গে রং খেললেন ভারতের প্রাক্তন কোচকে। রিয়ান পরাগও গোলাপী রং মেখে পুরো ভূত। হোলির দিন আইপিএল দল পাঞ্জাব কিংসে যোগ দেওয়া যুজবেন্দ্র চাহাল একেবারে ‘কভি খুশি কভি গম’ মুভির নায়ক শাহরুখ খানের স্টাইলে। গড অব ক্রিকেট শচীন তেন্ডুলকরও সদলবলে টিম হোটেলে পিচকারী নিয়ে মেতে উঠলেন রং খেলায়।

মহিলা প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস দলও হোলির উৎসবে মেতে ওঠেন। দিল্লি এবার লিগ শীর্ষে থেকে সরাসরি ডব্লিউপিএলের ফাইনালে। ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার আগে আনন্দে আত্মহারা হয়ে দোল খেললেন মেগ ল্যানিংরা। হোলি সেলিব্রেশনের এই সব টুকরো টুকরো কোলাজগুলোও এদিন হয়ে উঠেছে রঙিনতর। আইপিএল শুরু ২২ মার্চ। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিনরা। ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১৮মে পর্যন্ত এবার গ্রুপ লিগের ম্যাচ চলবে। তার পর প্লে-অফ শুরু ২০ মে থেকে। ফাইনাল ২৫ মে। এবার আইপিএলে দশ দলের মধ্যে ন’টি দলের অধিনায়ক ভারতীয়। প্যাট কামিন্স একমাত্র বিদেশি অধিনায়ক নেতৃত্ব দেবেন সানরাইজার্স হায়দরাবাদকে।

ছবি সৌজন্য : কেকেআর নাইট ক্লাব