আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যে মহিলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে এক ওয়ার্কশপের আয়োজন রাজ্য ফুটবল সংস্থা আইএফএ-র। মহিলা ফুটবলের উন্নয়নের বিভিন্ন দিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ। ফুটবল উন্নয়ন সংক্রান্ত ওয়ার্কশপে উপস্থিত হয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি মল্লিক, মহিলা রেফারি ও ম্যাচ অ্যাসেসর অনামিকা ঘোষ, প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক ভ্রমর দত্ত দেবনাথ, রেফারি কণিকা বর্মণ। উপস্থিত মহিলা ফুটবলের বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও ফুটবলাররাও বিভিন্ন বিষয়ের উপর অলোকপাত করেন। আয়োজকদের তরফে গুরুত্বপূর্ণ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন আইএফএ যুগ্ম সহ সচিব মহম্মদ জামাল, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি ও সিইও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়।

মহিলা ক্রীড়া সাংবাদিকদের কুর্নিশ কলকাতা ক্রীড়া সাংবাদিক মহলের পক্ষ থেকে। মহিলা ক্রীড়া সাংবাদিকদের প্রতিদিনের লড়াই এবং পরিশ্রমকে কুর্নিশ জানানো হল শণি সন্ধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের সংবর্ধিত ২৪ জন মহিলা ক্রীড়া সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের। গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করে অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি মহিলা কর্মরত সাংবাদিকদের উৎসাহ দিয়ে গেলেন তারকা ফুটবলার শান্তি মল্লিক ও অ্যাথলিট সোমা বিশ্বাস। প্রথম মহিলা ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক বলেন, ‘এমন একটা দিনে প্রত্যেককে সম্মান জ্ঞাপন ও পুরস্কার প্রদান পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে। ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের স্পৃহা আরও বাড়িয়ে তুলবে।’ এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী সোমা বিশ্বাস এমন উদ্যোগের জন্য ধন্যবাদ প্রদান করেন। মিডিয়া ফুটবলেও অংশগ্রহন করেছিল মেয়েদের টিম। ক্রীড়া সাংবাদিক রূপক বসুর কথায়, ‘প্রত্যেক মহিলা ক্রীড়া সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি। যারা বাদ গেছেন হয়তো সেই নামগুলো মনে করা সম্ভবপর হয়নি। আগামী দিনে চেষ্টা করবো সকলকেই সম্মাননা জ্ঞাপন করার।’ সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সম্মানিত ইলোরা সেন, মধুমিতা চক্রবর্তী, সুচরিতা সেন চৌধুরী, সুতপা ভৌমিক, প্রতুষ্যা মুখোপাধ্যায়, আশা কৈরি, মৌতান ঘোষাল, দেবলীনা দত্ত দে, সহেলী চক্রবর্তী, তানিয়া রক্ষিত, সঙ্ঘমিত্রা চক্রবর্তী, ঋতিকা চক্রবর্তী, প্রীতি সাহা, পিয়ালী বন্দ্যোপাধ্যায় ও মৌমিতা গোস্বামী চক্রবর্তী সহ অনেক মহিলা ক্রীড়া সাংবদিকদের।