Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইতিহাসে ‘‌অস্কার’ জয়ী ‌শন বেকারের ‘‌আনোরা’‌! লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি পুরস্কারে নেই ভারত, বাদ প্রিয়াঙ্কার ছবি?

‘‌অস্কার’ জয়ী ‌শন বেকারের ছবি ‘‌আনোরা’‌। জিতে নিলেন চারটি পুরস্কার। লস অ্যাঞ্জেলসে অনুষঠিত ৯৭ তম অ্যাকাডেমি পুরস্কারের সব থেকে বেশি পুরস্কার লাভ করে ইতিহাসের পাতায় নাম তুলল ‘আনোরা’। সিনেমা চার চারটি পুরস্কারে পুরস্কৃত। অস্কার জয়ের লড়াইয়ে ইতিহাস গড়লেন শন বেকার। সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অরিজিনাল চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা। এই চার বিভাগে পুরস্কৃত শন। ‘আনোরা’ সিনেমায় অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী মাইকি ম্যাডিসন। পরিচালক বং জুন হো ‘প্যারাসাইট’ সিনেমার জন্য ৪টি পুরস্কার জেতেন। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা আন্তর্জাতিক ফিচারে পুরস্কৃত পরিচালক বং। সেরা আন্তর্জাতিক ফিচার অস্কারের দাবিদার তাঁর দেশ দক্ষিণ কোরিয়া। ‘প্যারাসাইট’ ৪টি পুরস্কারে পুরস্কৃত। পরিচালকের জন্য তিনটি পুরস্কার। ইতিহাসে ঢুকে পড়ে শন বলেন, ‘সকলের কাছে আবেদন চাওয়ার আগে সিনেমার থিয়েট্রিক্যাল রিলিজের দিকে নজর দিত হবে। প্রত্যেক বাবা মায়েদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সন্তানদের ফিচার ফিল্মের সঙ্গে পরিচয় করালেই পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা চলচ্চিত্রপ্রেমী হয়ে উঠবে। সব সময় ছেলেমেয়েদের নিয়ে সিনেমা হলে সিনেমা দেখলে বড় পর্দায় সিনেমা দেখার ঐতিহ্য বজায় থাকবে।’‌ অস্কারের ইতিহাসে পরিচালক চলচ্চিত্র নির্মাতা ওয়াল্ড ডিজনি চারটি ভিন্ন সিনেমার জন্য পুরস্কৃত ১৯৫৩ সালে সেরা ডকুমেন্টারি ফিচার (দ্য লিভিং ডেজার্ট), সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট (দ্য আলাস্কান এস্কিমো), সেরা কার্টুন শর্ট সাবজেক্ট (টুট, হুইসেল, প্লাঙ্ক এবং বুম) এবং সেরা টু-রিল শর্ট সাবজেক্ট (বিয়ার কান্ট্রি)। অস্কার বিজয়ী ‘আনোরা’ সিনেমাটি যৌনকর্মীদের জীবন কাহিনী। ১৭ই মার্চ থেকে জিও হটস্টারে এই সিনেমাটি দেখা যাবে।

অস্কার থেকে ছিটকে গেল প্রিয়াঙ্কার ‘অনুজা’‌। অস্কার ২০২৫-এর মঞ্চে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম প্রিয়াঙ্কা চোপড়ার ‘‌অনুজা’ পুরস্কার জিততে ব্যর্থ‌। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ‘অ্যাম নট আ রোবট’ অ্যাকাডেমি পুরস্কার বিজেতা। গুনীত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়ার স্বল্পদৈর্ঘ্যের লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ‘এ লিয়েন’, ‘আই অ্যাম নট আ রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ এবং ‘দ্য ম্যান হু কাড নট রিমেইন সাইলেন্ট’ ছবিগুলোর সঙ্গে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। অ্যাডাম জে. গ্রেভস ও সুচিত্রা মাত্তাই পরিচালিত ছবি ‘অনুজা’ নামে এক তরুণীর গল্প পরিস্ফুট। গল্পে ‘অনুজা’ বয়স নয়ের প্রতিভাবান মেয়ে। ‘অনুজা’র পরিবার কঠিন পরিস্থিতিতে বোনকে পরিবারের ভরণপোষণের দায়িত্বভার নেয়। গল্পে ‘অনুজা’ ও তার বোন দিল্লির একটি পোশাক তৈরির কারখানায় কাজ করে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাজদা পাঠান। বোন ‘পলক’ চরিত্রে অনন্যা শানভাগ। ছবিটিকে যৌথ ভাবে প্রযোজনায় সুচিত্রা মাত্তাই, মিন্ডি কালিং, গুণীত মোঙ্গা কাপুর, কৃষণ নায়েক, অ্যারন কপ, দেবানন্দ গ্রেভস, মাইকেল গ্রেভস, শিতিজ সাইনি এবং আলেকজান্দ্রা ব্লেনি। প্রিয়াঙ্কা চোপড়া এবং অনীতা ভাটিয়া এই ছবির কার্যনির্বাহী প্রযোজক।

অস্কার জয়ী ‘আই অ্যাম নট আ রোবট’ হল ভিক্টোরিয়া ওয়ার্মার্ডামের লেখা এবং পরিচালিত সায়েন্স ফিকশন লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। ‘অনলাইন ক্যাপচা পরীক্ষায় সফল না হওয়ায় ‘ম্যাক্স’ অস্তিত্ব সংকটে আসলে একটা রোবটও। অস্কার বিজয়ী ‘আনোরা’ সেক্স ওয়ার্কারদের জীবনের উপর নির্মিত ছবি মোট পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। ‘দ্য ব্রুটালিস্ট’ তিনটি ক্যাটাগরিতে ও ‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ এবং ‘ডুন: পার্ট টু’ দুটি করে ক্যাটাগরিতে অস্কারে ভূষিত। সেরা ছবি হল আনোরা। সেরা অভিনেত্রী হলেন মাইকি ম্যাডিসন (আনোরা)। সেরা অভিনেতা হলেন অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)। সেরা সম্পাদনার ছবি আনোরা। সেরা পরিচালক হলেন শন বেকার (আনোরা)। সেরা পোশাক পুরস্কারপ্রাপ্ত পল টাজওয়েল প্রথমবারের জন্য অ্যাফ্রো-আমেরিকান হিসাবে অস্কার পুরষ্কার জয়ী। সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্যের ছবি হুসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি (দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস)। সেরা অ্যানিমেশনের পুরস্কারে ভূষিত লাতভিয়ান। সেরা পার্শ্ব অভিনেতা হলেন কিরান কালকিন (এ রিয়েল পেইন)। সেরা পার্শ্ব অভিনেত্রী হলেন জো সালদানা (এমিলিয়া পেরেজ)। সেরা চিত্রগ্রহণ পুরস্কৃত ছবি দ্য ব্রুটালিস্ট। সেরা আন্তর্জাতিক ছবি আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)। সেরা রূপান্তরিত চিত্রনাট্যে পুরস্কৃত কনক্লেভ। সেরা মৌলিক চিত্রনাট্যের ছবি আনোরা। সেরা স্বল্পদৈর্ঘ্যের লাইভ অ্যাকশন ছবি হল আই অ্যাম নট আ রোবট। সেরা স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি হল ‘‌ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’‌। সেরা অ্যানিমেটেড ছবির নাম ‘‌ফ্লো’‌। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হল ‘‌দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা’‌। সেরা তথ্যচিত্র হল ‘‌নো অদার ল্যান্ড’‌। সেরা মৌলিক গান হল ‘‌এমিলিয়া পেরেজ’‌। সেরা মৌলিক সঙ্গীত ‘‌দ্য ব্রুটালিস্ট’‌। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং ‘‌দ্য সাবস্ট্যান্স’‌ ছবিতে। সেরা পোশাক ডিজাইন ‘‌উইকেড’‌ ছবিতে। সেরা সাউন্ড ‘‌ডুন ২’‌ ছবির। সেরা প্রোডাকশন ডিজাইনে পুরস্কৃত উইকেড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টস এর ছবি ‘‌ডুন ২’‌

লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি পুরস্কার অস্কারের মঞ্চে প্রথমবার উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়ান। মাইক হাতে বিভিন্ন দেশের ভাষা বলেন কোনান। ইংরেজি, স্প্যানিশ, ম্যান্ডারিন বা হিন্দি ভাষায় রসিকতা অস্কার মঞ্চে। কোনানের মুখে হিন্দি ডায়লগ ভারতীয় দর্শকদের কাছে সুমধুর হয় নি। ৯৭তম অস্কারে ভারত না থাকলেও হিন্দি বলেন কোনান ও’ব্রায়ানে। সঞ্চালককে বলেন “ভারতদের মানুষদের নমস্কার। ওখানে সকাল হয়ে গিয়েছে, তাই আশা করি আপনারা প্রাতঃরাশ সারতে সারতেই টিভিতে অস্কারের অনুষ্ঠান দেখছেন।” লস অ্যাঞ্জেলসের অস্কার মঞ্চে চার পরিচালক ইউভাল আব্রাহামস বাসেল আদ্রা, হামদান বল্লাল এবং ব়্যাচেল জোর পুরস্কার গ্রহণ করার পরই গাজা যুদ্ধের রাজনৈতিক সমাধানের আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles