ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫, হেনরি- ৪২/৫)
নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫)
৪৪ রানে জয়ী টিম ইন্ডিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচেও টসে হার রোহিত শর্মার। ভারত অধিনায়ক রোহিত শর্মা টানা ১৩টি ওয়ানডে ম্যাচ টসে হারলেন। টসের নিরিখে লজ্জাজনক রেকর্ড। টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। রোহিত প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। ভারতীয় দলে এক বদল। পেসার হর্ষিত রানার জায়গায় বরুণ চক্রবর্তী। ৩০০ তম ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি। সেমিফাইনালিস্ট দুই দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার ম্যাচে গ্রুপ শীর্ষের লড়াইয়ে জিতে গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া। টিম গেমেই কিউয়ি বধ। নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলে হর্ষিত রানাকে বিশ্রাম দিয়ে আনা হয় বরুণ চক্রবর্তী। মহম্মদ সামি ও হার্দিক পাণ্ডিয়া ভারত দুই পেসার। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের জায়গায় ড্যারিল মিচেল। রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ৩০০তম আন্তর্জাতিক ওয়ানডেতে অবিশ্বাস্য ক্যাচ নিলেন কিউয়ি তারকা গ্লেন ফিলিপস। কোহলির ব্যাটে বল লাগার পর মাত্র ০.৬৮ সেকেন্ডের মধ্যে বল ফিলিপ্সের দিকে ধেয়ে আসে। নিউজিল্যান্ডের তারকার ক্যাচ দেখে দাঁড়িয়ে থাকেন বিরাট। মাথায় হাত বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার। সপ্তম ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরির শর্ট বলে পুরো মাখনের মতো ব্যাট চালান বিরাট। অফস্টাম্পের বাইরে শর্ট বলের সঙ্গে যেরকম আচরণ করা উচিত, ঠিক সেটাই করেন। দারুণ টাইমিং করেন বিরাট। ব্যাকওয়ার্ড পয়েন্টে নিজের ডানদিকে সামান্য সরে শূন্যে ভেসে অবিশ্বাস্য ক্যাচ ধরেন ফিলিপস। মাঠের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বলটা তালুবন্দী করেন নেন কিউয়ি তারকা। ১৪ বলে ১১ রান করে বিরাট ড্রেসিংরুমে ফিরে ফিলিপসের ক্যাচ দেখেন।

জেমিসনের বলে শুরুতেই আউট রোহিত শর্মা ১৫ রানে। শুভমন গিল ২ রানে এলবিডব্লিউ হন। চাপে মাথা নত না করে ৭৯ রান করেন শ্রেয়স ৪টে চার ও জোড়া ছক্কায়। হার্দিক পাণ্ডিয়া ৪৫, লোকেশ রাহুল ২৩ এবং রবীন্দ্র জাদেজা ১৬, অক্ষর প্যটেলের ৪২ রান। হেনরি পাঁচটি উইকেট নেন, এর মধ্যে দু’টি উইকেটের পুরো কৃতিত্ব ফিলিপ্স এবং উইলিয়ামসনের অবিশ্বাস ক্যাচ। একটি করে উইকেট নেন জেমিসন, উইল ও’রোর্ক, মিচেল স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র। ভারত প্রথমে ব্যাট করে ২৪৯ রান করলেও নিউজিল্যান্ড শেষ ২০৫ রানে। পাঁচ উইকেট নেন একাই বরুণ চক্রবর্তী। দু’টি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের পেসারেরা সাত উইকেট নিলেও ভারতের স্পিনারেরা নেন নয় উইকেট। নিউজিল্যান্ডের ব্যতিক্রম কেন উইলিয়ামসনের ৮১ রান ছাড়া কিছুই চোখে পড়ার মতো ছিল না।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে পরাস্ত হওয়ার ক্ষত আজও দগদগে অসি বাহিনীর কাছে। টিম ইন্ডিয়াকে ছোবল মারতে মরিয়া চেষ্টা চালাবে অষ্ট্রেলিয়া। অপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। দুবাইয়ে দু’দল পৌঁছেছিল। গ্রুপ এ থেকে ভারত গ্রুপ শীর্ষে। তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। চার পয়েন্টে দ্বিতীয় নিউজিল্যান্ড। ৪৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে সেমিতে রোহিতরা। মঙ্গলে প্রথম সেমিফাইনাল দুবাইয়ের মাঠে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। বুধে লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে এক দিন করে রিজার্ভ অর্থাৎ বৃষ্টিতে কোনও কারণে এক দিনের খেলা ভেস্তে গেলে দ্বিতীয় দিন সেই ম্যাচ হবে।