কমনওয়েলথ গেমস ২০২৬। পরবর্ত্তি কমনওয়েলথ গেমস আয়োজক ভারত? কমনওয়েলথ গেমসে ভারতের পদকের সংখ্যা সুরক্ষিত করতে বড় উদ্যোগ। গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে বাদ ব্যাডমিন্টন, ক্রিকেট ও হকিসহ অন্যান্য খেলা। ফের আয়োজনে উদ্যোগী ভারত। বাদ পড়া ১০ ডিসিপ্লিন আয়োজনের আগ্রহী ভারত। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য স্বত্বপ্রাপ্তির চিঠি জমা দিয়েই সিদ্ধান্ত ভারতের। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস সিডব্লিউজি আয়োজনে আগ্রহা নরেন্দ্র মোদীর ভারত। ভারতের ক্রীড়ামন্ত্রকের বিশেষ উদ্যোগ। ভারতীয় ক্রীড়ামন্ত্রক সূত্র মারফৎ জ্ঞাত, ‘ ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়া ডিসিপ্লিনগুলো আয়োজন করতে আগ্রহী। কখনোই চাই না আমাদের পদক সংখ্যা ক্ষতিগ্রস্ত হোক। চূড়ান্ত সিদ্ধান্ত গেমস আয়োজকদের ওপর নির্ভর করছে। একটি অনানুষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে।’
বাদ পড়েছে ১০ ডিসিপ্লিন। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ যাওয়া ১০ ডিসিপ্লিন আয়োজনে তৎপরতা প্রকাশ ভারতের। ভারতের ক্রীড়া মন্ত্রক কমনওয়েলথ গেমস ফেডারেশনকে জানায়, ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়া ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস এবং কুস্তি আয়োজন করতে আগ্রহী। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের পদকজয়ী ১২টি খেলার মধ্যে ছয়টি ২০২৬ সালের আসর থেকে বাদ। ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস ও কুস্তি। এর কারণে ভারতের পদক সংখ্যা কমে যেতে পারে। তিরন্দাজি ও শুটিং ২০২২ সালেও বাদ পড়েছিল এবং এবারও থাকছে না। ভারতের পদক সংখ্যা কমতে পারে বলে ধারনা।
২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত বাদ পড়া তিরন্দাজি ও শুটিং আয়োজনের প্রস্তাব কোভিড-১৯ অতিমারির কারণে বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজক স্কটল্যান্ডের গ্লাসগো। পূর্ববর্তী আয়োজক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এই দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। গ্লাসগো গেমসেও ট্রায়াথলন, ডাইভিং, বিচ ভলিবল ও রিদমিক জিমন্যাস্টিকস বাদ। ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত ডিসিপ্লিন, অ্যাথলেটিক্স, বক্সিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, লন বোলস, জুডো, নেটবল, সাঁতার, সাইক্লিং, ভারোত্তোলন, পাওয়ারলিফটিং ও ৩×৩ বাস্কেটবল। গ্লাসগো গেমসের খরচ কমাতে শহরের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে চারটি ভেন্যু ব্যবহার করবে আয়োজকরা। নিরাপত্তা ও পরিবহনের খরচ কমাতে অ্যাথলেটদের হোটেলেই থাকার বন্দোবস্ত। আলাদা কোনও গেমস ভিলেজের জন্য খরচে নারাজ।