Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিসিসিআই যুগ্ম সচিবের দৌড়ে অভিষেক ডালমিয়া?‌ ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভা, বাংলার ক্রিকেটকর্তা

একদা ছিলেন সিএবি সচিব। তারপর হয়েছিলেন বঙ্গ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। এরপর আগামী লক্ষ্য বিসিসিআই যুগ্ম সচিব পদ। অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছেন জগমোহন ডালমিয়ার যোগ্য পুত্র অভিষেক ডালমিয়া। একের পর এক কাজ করে চলেছেন অত্যন্ত সফল ভাবেই। নিজের দায়িত্বে বিন্দুমাত্র ত্রুটি রাখছেন না। ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভায় বিসিসিআইয়ের সচিব এবং কোষাধ্যক্ষ মনোনিত হয়েছিল। যুগ্ম সচিবের শূন্যপদ পূরণ করার পথে বিসিসিআই। দৌড়ে তিন ক্রিকেটকর্তা। দ্বিতীয় বার বিশেষ সাধারণ সভা ডাকল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। ১ মার্চ মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভায় বোর্ডের নতুন যুগ্ম সচিব মনোনীত হবেন। দেবজিৎ শইকিয়া বিসিসিআই সচিব মনোনীত হওয়ায় খালি হয়েছে যুগ্ম সচিবের পদ। জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসি চেয়ারম্যান হওয়ায় খালি হয়েছিল বিসিসিআই সচিবের পদ। সে সময় যুগ্ম সচিবের দায়িত্বে থাকা দেবজিৎ গত মাসে বোর্ডের নতুন সচিব মনোনীত হন। অসমের ক্রিকেট কর্তা সচিব হওয়ায় খালি হয় যুগ্ম সচিবের জায়গা। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই ১ মার্চ বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে বোর্ড যে নোটিস পাঠিয়েছে, তাতে ১ মার্চের সভার আলোচ্য সূচিতে শুধু একটি বিষয়ই রয়েছে।

বিসিসিআইয়ের নতুন যুগ্ম সচিব হিসাবে তিন জনের নাম শোনা যাচ্ছে। এক জন দায়িত্ব পেতে পারেন। দৌড়ে রয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঞ্জয় নায়েক। নতুন যুগ্ম সচিব বেছে নেওয়ার জন্য ভোটাভুটি হবে না। বিশেষ সাধারণ সভা থেকে মনোনীত করা হবে। বোর্ড সচিবের পর যুগ্ম সচিবের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় ১২ জানুয়ারি বোর্ডের সচিব হিসাবে মনোনীত হয়েছিলেন দেবজিৎ, নতুন কোষাধ্যক্ষ মনোনীত হয়েছিলেন প্রভতেজ সিংহ ভাটিয়া। এবার বঙ্গ ক্রিকেটের তীক্ষ্ম নজর রয়েছে বিসিসিআই যুগ্ম সচিবের পদে। সূত্রের খবর, বিসিসিআই যুগ্ম সচিবের পদের অন্যতম প্রধান দাবিদার অভিষেক ডালমিয়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles