Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতায় আসছে আইপিএল ট্রফি, প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে ‘ট্রফি টুর’ করছে কেকেআর

পূর্ব ভারতের একাধিক শহরে ‘ট্রফি টুর’ আয়োজনে কেকেআর। পূর্ব ভারতের ৯ শহরজুড়ে বিশেষ উদ্যোগ কেকেআরের। নতুন নজির গড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্স। দলের সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নাইট ম্যানেজমেন্টের। কলকাতা-সহ একাধিক শহরে নিয়ে যাওয়া হবে আইপিএল ট্রফি। আইপিএলের ইতিহাসে কোনও ফ্র্যাঞ্চাইজি নিজের শহরের বাইরে ট্রফি নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহন করেনি। কেকেআরের তরফে বিবৃতি, দেশের নানা প্রান্তের ভক্তদের জন্য ট্রফি টুরের আয়োজন। কলকাতা ছাড়াও অন্যান্য শহরেও কেকেআরকে সমর্থকদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে চায় ম্যানেজমেন্ট। ভক্তরা প্রিয় দলের জেতা ট্রফি চাক্ষুষ করতেই আইপিএল ট্রফি নিয়ে যাওয়া হবে ৯টি শহরে। ট্রফি দেখা ছাড়াও কেকেআরের তরফে বিশেষ উপহার জেতার সুযোগ থাকবে ভক্তদের কাছে। ২ মার্চ বাংলায় ঢুকবে কেকেআরের ট্রফি। ট্রফি টুর শুরু ১৪ ফেব্রুয়ারি থেকে। গুয়াহাটি থেকে শুরু। অসমের রাজধানীর সিটি সেন্টারে রাখা হবে ট্রফি। ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বরের নেক্সাস এসপ্ল্যানেড মল, ২১ ফেব্রুয়ারি জামশেদপুরের হাই-টেক মল, ২৩ ফেব্রুয়ারি রাঁচির জেডি হাই স্ট্রিট মল, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মলে ঘুরবে আইপিএল ট্রফি। ২ মার্চ শিলিগুড়ির সিটি সেন্টার মলে থাকবে ট্রফি। ৭ মার্চ ফের আইপিএল ট্রফি পাটনার সিটি সেন্টার মলে রাখা হবে। ৯ মার্চ ট্রফি দুর্গাপুরের জাংশন মলে। ট্রফি টুর শেষ তিলোত্তমায়। ১২ মার্চ সিটি সেন্টার মল এবং ১৬ মার্চ সাউথ সিটি মলে আইপিএল ট্রফি দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।

২০২৫ আইপিএল শুরু মার্চেই। আইপিএলের দামামা বাজল। ইডেনে উদ্বোধনী ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই জয়ী হতে এবং ট্রফি ডিফেন্ড করতে সচেষ্ট হবে। গৌতম গম্ভীরের অভাব পূরণ করতে দায়িত্ব নিয়ে ডোয়েন ব্র্যাভো দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে সাফল্য দেবেন নাইট সমর্থকদের। রবি বিকেলে মেগা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিসিআইএর। প্রথা অনুযায়ী প্রথম ম্যাচেই খেলতে নামবে কেকেআর। ২২ মার্চ ইডেন ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কেকেআর সন্ধে সাড়ে সাতটা থেকে ইডেনে মুখোমুখি হবে আরসিবির। গ্রুপ পর্বের পাশাপাশি নকআউটের সূচিও ঘোষিত। ২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা। ২১ মে এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে, ২৩ মে, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে। ইডেন গার্ডেন্সেই ফাইনাল ২৫ মে। সবমিলিয়ে ৭৪টি ম্যাচ খেলা হবে ১৩টি কেন্দ্র জুড়ে।

ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। ২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পরবর্তী ম্যাচ-
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস। গুয়াহাটি। ৭:৩০
৩১ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই। ৭:৩০
৩ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা। ৭:৩০
৬ এপ্রিল- লখনউ সুপার জায়ান্টস। কলকাতা। ৩:৩০
১১ এপ্রিল- চেন্নাই সুপার কিংস। চেন্নাই। ৭:৩০
১৫ এপ্রিল- পাঞ্জাব কিংস। নিউ চণ্ডীগড়। ৭:৩০
২১ এপ্রিল- গুজরাট টাইটান্স। কলকাতা। ৭:৩০
২৬ এপ্রিল- পাঞ্জাব কিংস। কলকাতা। ৭:৩০
২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস। দিল্লি। ৭:৩০
৪ মে- রাজস্থান রয়্যালস। কলকাতা। ৭:৩০
৭ মে- চেন্নাই সুপার কিংস। কলকাতা। ৭:৩০
১০ মে- সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ। ৭:৩০
১৭ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু। ৭:৩০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles