Saturday, May 24, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

এক ফুটবলারের জীবন সংগ্রামের কাহানি ‘‌দীপু’‌, ফুটবল, সংগ্রাম ও ভালবাসার গল্প নিয়ে খেলোয়াড়ের বায়োপিক

ফুটবলের কত কথা। বাংলার ফুটবলের কাহিনী। বাংলার ফুটবলারের কাহিনী। তিন প্রধানে খেলা ফুটবলারের জীবন সংগ্রাম। তিন বড় ক্লাব সবসময় সকল ফুটবল প্রেমীর মুখে মুখে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, এবং মোহামেডান স্পোটিং। তিন ক্লাবের জার্সিতে বিপক্ষের গোলে বহু বল জড়ানো কিংবদন্তি ফুটবলারের নাম দিপেন্দু বিশ্বাস। কলকাতা এবং ফুটবল। এই দুটি শব্দ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালির ফুটবল ভালবাসা ও ফুটবল প্রেমের সত্য কথা সারা বিশ্বে পরিচিত। ‘‌দীপু’‌ ফুটবল, সংগ্রাম ও ভালবাসার গল্প, কোন খেলোয়াড়ের বায়োপিক।

দীপু ওরফে দিপেন্দু বিশ্বাস। দিপেন্দু বিশ্বাস শুধু বাংলার নয়, ভারতীয় ফুটবলের অন্যতম মেগাস্টার। ভারতীয় জাতীয় দলেও তাঁর অবদান অসামান্য। বর্তমানে মহমেডান স্পোটিং ক্লাবের ফুটবল সচিব। দিপেন্দু বিশ্বাসের ফুটবল কেরিয়ার এবং তাঁর অসংখ্য গোলের ইতিহাস সকলের জ্ঞাত। তাঁর জীবনের অজানা কাহিনি ফুটবলপ্রেমীদের কাছে এখনও অজানা। তাঁর সেই কাহিনি নিয়েই আসছে নতুন ছবি “দীপু”।

ছবিতে ছোট দিপুর চরিত্রে অভিনয় করছেন আমন মুন্সি। কোচের ভূমিকায় সোহম চক্রবর্তী। ছবির লিড হিরোইন হিসেবে দেখা যাবে জনপ্রিয় সিঙ্গার “কুলপি” ছবির গানে বিখ্যাত বর্ষা সেনগুপ্ত।। ছবিটি পরিচালনা টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর শ্রী প্রীতমের। ছবির শুটিং খুব শীঘ্রই শুরু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি, শান্তিলাল ব্যানার্জি, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু, সুমিত গাঙ্গুলী, তমাল রায় চৌধুরী, দেব রঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, সহ নামী অনামী চলচিত্র শিল্পীবৃন্দ।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles