স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের জ্বরে কাবু শহর তিলোত্তমা। রোটারি সদনে ঘন্টা বাজিয়ে ফেস্টিভ্যালের শুভ সূচনা করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী শতাক্ষী নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন আসন্ন বাংলা কমেডি মুভি “হাঙ্গামা ডট কম” এর পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং সংগীত পরিচালক স্যাভি। আগামীকাল অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সব সিনেমা নন্দন থ্রী তে। দুপুর ১.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। কলকাতা ছাড়াও এই ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আরও চারটি শহরে শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার। যেখানে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমা গুলো।
ক্রীড়া সিনেমা উৎসবে ১৩টি দেশ বিভিন্ন ভাষায় থেকে দেখা যাবে মোট ২৪টি ছবি । প্রতিযোগিতায় থাকবে মোট ১৮টি সিনেমা। অস্ট্রেলিয়া (১), কলম্বিয়া (১), গ্রিস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), মার্কিন যুক্তরাষ্ট্র (৪) ও ভারত (৩) থেকে প্রতিযোগিতায় থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। যে সিনেমাগুলো প্রথমবার দেখানো হবে ভারতে । এর সঙ্গে এই বছর যুক্ত হচ্ছে নতুন ক্যাটাগরি – এলজিবিটি কিউ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস।নন্দনে ১৩টি দেশের সিনেমা নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালে শহর তিলোত্তমায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁদের হাট। নতুন ক্যাটাগরি এলজিবিটি কিউ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস খেলাধুলোর উন্মাদনা আরও বৃদ্ধি করবে।